P V Sindhu

Tokyo Olympics: সাফল্যের গল্প শোনাবেন মেরি কম, পি ভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্তরা

আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ২০:৩০
Share:

পি ভি সিন্ধু। ফাইল ছবি

আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স। ভারতের নামী ক্রীড়াবিদদের সেখানে খেলতে দেখা যাবে। দেশকে পদক এনে দিতে প্রত্যেকেই মরিয়া।

Advertisement

কারওরই সাফল্য একদিনে আসেনি। দীর্ঘদিন কঠোর পরিশ্রম, ঘাম ঝরানোর পর সাফল্য পেয়েছেন। প্রত্যেক ক্রীড়াবিদের সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা আলাদা গল্প। সেই গল্পই এবার আমজনতার সামনে বলবেন তাঁরা।

এই উদ্যোগ নিয়েছে একটি সংস্থা। অলিম্পিক্সগামী ক্রীড়াবিদদের সমর্থনের পাশাপাশি তারা শুরু করেছে ‘চেজ ইয়োর ড্রিমস’ প্রকল্প। মেরি কম, পি ভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত এবং সাক্ষী মালিককে নিজেদের বেড়ে ওঠার কাহিনী বলতে শোনা যাবে।

Advertisement

সাফল্যের গল্প শোনাবেন মেরি কমও। ফাইল ছবি

শুধু তাই নয়, আধুনিক ক্রীড়াবিদরা যাতে সেই কথা শুনে অনুপ্রেরণা পান, তার ব্যবস্থাও করা হয়েছে। সিন্ধু বলেছেন, “জীবনে বহু চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। কিন্তু মানুষের থেকে যে ভালবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন