Tokyo Paralympics 2020

Tokyo Paralympics: পাঁচ বছর বয়স থেকে বাঁ পায়ে খুঁত নিয়ে নিখুঁত অভিযানে সোনা প্রমোদের

বাঁ পায়ে অসুবিধা নিয়েও সোনা জয় বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকার। গ্রেট ব্রিটেনের প্রতিপক্ষকে ২১-১৪, ২১-১৭ গেমে হারিয়ে দিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:২১
Share:

সোনা জিতলেন প্রমোদ ভগত। ছবি: টুইটার থেকে

টোকিয়ো প্যারালিম্পিক্সে চতুর্থ সোনা ভারতের। ব্যাডমিন্টনে সোনা জিতলেন প্রমোদ ভগত। বাঁ পায়ে অসুবিধা নিয়েও সোনা জয় বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকার। গ্রেট ব্রিটেনের প্রতিপক্ষ ড্যানিয়াল বেথেলকে ২১-১৪, ২১-১৭ গেমে হারিয়ে দিলেন তিনি।

পাঁচ বছর বয়স থেকে বাঁ পায়ে অসুবিধা শুরু হয় প্রমোদের। ১৩ বছর বয়সে ব্যাডমিন্টনের ম্যাচ দেখতে গিয়ে সেই খেলায় আকৃষ্ট হয়ে পড়েন তিনি। ১৫ বছর বয়সে সাধারণ খেলোয়াড়দের একটি প্রতিযোগিতায় অংশ নেন প্রমোদ। দর্শকদের চিৎকার উদ্বুদ্ধ করে তাঁকে। ব্যাডমিন্টন খেলাকেই জীবনের পেশা করেন তিনি।

Advertisement

প্রথম বার ব্যাডমিন্টনকে যুক্ত করা হয়েছে প্যারালিম্পিক্সে। সে বারেই সোনা জিতে নিলেন ৩৩ বছরের প্রমোদ। এশিয়ান গেমস (প্যারা), বিশ্ব চ্যাম্পিয়নশিপের (প্যারা) পর এ বার প্যারালিম্পিক্সেও সোনা জয়।

প্যারালিম্পিক্সে জয়ের পথে কোনও খুঁত রাখেননি প্রমোদ। গোটা প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য ছিলেন তিনি। একটি ম্যাচেও হারেননি। প্রথম ম্যাচে মনোজ সরকারের কাছে ছাড়া কোনও গেমও হারেননি প্রমোদ। মনোজও শনিবার ব্রোঞ্জ জিতেছেন।

Advertisement

ভারতের পদক সংখ্যা এই মুহূর্তে ১৭। শনিবার চারটি পদক এসেছে। মণীশ নারওয়াল সোনা জিতেছেন শ্যুটিংয়ে। সেই বিভাগেই রুপো জিতেছেন সিংহরাজ আধানা। ব্যাডমিন্টনে প্রমোদের সোনা এবং মনোজের ব্রোঞ্জ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement