খেলা থামিয়ে আহত বল গার্লের সেবায় সঙ্গা

জো-উইলফ্রেড সঙ্গার জন্য হাততালিতে গমগম করছিল গ্যালারি। দেখলে মনে হবে দারুণ খেলে ম্যাচ জিতেছেন তিনি। কিন্তু ম্যাচ জয়ের আগেই তিনি জিতে নিলেন হাজার মানুষের মন। আহত বল গার্লের জন্য খেলা থামিয়ে ছুটে গেলেন তাঁর কাছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৬ ১১:৫৮
Share:

জো-উইলফ্রেড সঙ্গার জন্য হাততালিতে গমগম করছিল গ্যালারি। দেখলে মনে হবে দারুণ খেলে ম্যাচ জিতেছেন তিনি। কিন্তু ম্যাচ জয়ের আগেই তিনি জিতে নিলেন হাজার মানুষের মন। আহত বল গার্লের জন্য খেলা থামিয়ে ছুটে গেলেন তাঁর কাছে।

Advertisement

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় দিন এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন সমর্থকরা। সঙ্গার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলছিল। একটি বল গিয়ে লাগে এক বল গার্লের মুখে। মেয়েটি ব্যথায় কষ্ট পাচ্ছে দেখে তাঁর কাছে ছুটে যান সঙ্গা। সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিমকেও ডাকতে দেখা যায় তাঁকে। মেডিক্যাল টিম আসার আগে সেই বল গার্লের হাত ধরে তাঁকে নিজেই নিয়ে যান সেদিকে। পরে কোর্টের ম্যাচও জিতে নেন তিনি।

আরও খবর: অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে ভুপতির জয়, লিয়েন্ডারের হার

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement