badminton

ব্রেন টিউমারে আক্রান্ত দু’বারের অলিম্পিয়ান ব্যাডমিন্টন তারকা দীপঙ্কর ভট্টাচার্য

ভারতের হয়ে ১৯৯২ বার্সেলোনা এবং ১৯৯৬ আটালান্টা অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছিলেন দীপঙ্কর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ১১:১৭
Share:

তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন দীপঙ্কর ভট্টাচার্য। ফাইল ছবি

ব্রেন টিউমারে আক্রান্ত দু’বারের অলিম্পিয়ান প্রাক্তন ব্যাডমিন্টন তারকা দীপঙ্কর ভট্টাচার্য। আগামী বৃহস্পতিবার তাঁর মাথায় অস্ত্রোপচার করা হবে। ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার তরফে এ খবর জানানো হয়েছে।

Advertisement

ভারতের হয়ে ১৯৯২ বার্সেলোনা এবং ১৯৯৬ আটালান্টা অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছিলেন দীপঙ্কর। এর মধ্যে বার্সেলোনা অলিম্পিক্সে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। এ ছাড়াও ৩ বারের জাতীয় চ্যাম্পিয়ন দীপঙ্কর। জানা গিয়েছে, মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হবে।

খুব ছোট থেকেই ব্যাডমিন্টন খেলা শুরু করেন দীপঙ্কর। বাবা ঈশ্বর ভট্টাচার্য ৫ বছর বয়সেই তাঁকে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দেন। বেঙ্গালুরুতে প্রকাশ পাড়ুকোনের অ্যাকাডেমিতে কিছু দিন কাটিয়েছেন তিনি। কেরিয়ার মাঝেমধ্যেই চোটের কবলে পড়েন দীপঙ্কর। তখনকার দিনে খেলাধুলোয় চিকিৎসা ব্যবস্থা এত উন্নত না থাকায় পুরোপুরি কোনও চোট তাঁর সারেনি।

Advertisement

অসমের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে অংশগ্রহণ করেন দীপঙ্কর। এখনও পর্যন্ত তিনিই একমাত্র পুরুষ শাটলার যিনি দু’টি অলিম্পিক্সে খেলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন