IPL 2020

দর্শক রেখে ম্যাচ করায় আশাবাদী আমিরশাহি বোর্ড 

দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, রাজস্থান রয়্যালস আর কিংস ইলেভেন পঞ্জাব সেখানে পৌঁছে গিয়েছে।

Advertisement

কৌশিক দাশ

কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ০৪:০৮
Share:

যাত্রা: উড়ানে শামিরা। আমিরশাহির পথে। ফেসবুক

আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের নিজস্ব ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর’ অর্থাৎ ‘এসওপি’ তৈরি করে ফেলেছে। সেই সব নিয়মাবলী সম্পর্কে জানিয়েও দেওয়া হয়েছে আটটি দলকে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডও তাদের নিজস্ব ‘এসওপি’ তৈরি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। যে ‘এসওপি’-ও মেনে চলতে হবে আইপিএলের দলগুলোকে। এই নতুন ‘এসওপি’ কী হবে, তার উপরেই সম্ভবত নির্ভর করবে প্যাট কামিন্স, অইন মর্গ্যানদের আইপিএলের প্রথম ম্যাচ থেকে কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারবে কি না, সেই বিষয়টি।

Advertisement

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান কর্তা মুবাশশির উসমানি আমিরশাহি থেকে আনন্দবাজারের প্রশ্নের জবাবে বলছেন, ‘‘সংযুক্ত আরব আমিরশাহির নিজস্ব একটা নিভৃতবাস নির্দেশিকা আছে। যেটা কর্তৃপক্ষ আর তাদের বিশেষজ্ঞরা তৈরি করছে। যা আমাদের (ইসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে ঠিক সময়ে জানানো হবে। যা মেনে চলতে হবে দলগুলোকে।’’ জানা গিয়েছে, ‘কর্তৃপক্ষ’ বলতে এখানে শুধু আরব আমিরশাহি সরকারই নয়। যুক্ত আছে উচ্চপর্যায়ের নানা ব্যক্তি এবং স্বাধীন সংস্থাও। সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই নির্দেশিকা তৈরি করা হচ্ছে।

এই নিয়মাবলীতে কী থাকবে, তা অবশ্য এখনই জানানো হয়নি। তবে জৈব সুরক্ষা বলয় থেকে আসা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আরও সাত দিন নিভৃতবাসে থাকতে হবে কি না, তা এই ‘এসওপি’-তে বলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। উসমানি আরও বলছেন, ‘‘এই এসওপি এখনও তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা নানা ব্যাপার খতিয়ে দেখছেন। একবার কর্তৃপক্ষ আমাদের চূড়ান্ত নিয়ামবলী জানিয়ে দিলে আমরা সেটা কার্যকর করব।’’

Advertisement

দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল, রাজস্থান রয়্যালস আর কিংস ইলেভেন পঞ্জাব সেখানে পৌঁছে গিয়েছে। আর তার পরেই চলে গিয়েছে নিভৃতবাসে। কলকাতা নাইট রাইডার্সের গন্তব্য আবু ধাবি। দলগুলো একটা ব্যাপারে উদ্বিগ্ন ছিল। তা হল, স্থানীয় বাস এবং গাড়ি চালকদের ক্ষেত্রে কী ভাবে সুরক্ষা বিধি মানা হবে? এই প্রশ্নের জবাবে উসমানি বললেন, ‘‘যারা পরিবহন এবং দলগুলোর যাতায়াতের কাজ দেখবে, তাদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ব্যাপারে আমরা ভারতীয় বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলেই এগোব।’’ তবে জানা গিয়েছে, কয়েকটা দলের বাসচালক এবং ব্যক্তিগত গাড়ির চালকেরা ইতিমধ্যেই নিভৃতবাসে চলে গিয়েছেন। তাঁরা ১৪ দিনের নিভৃতবাসে থাকার পরেই দায়িত্ব নেবেন।

১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএলকে ঘিরে আরও একটা প্রশ্ন উঠছে। মাঠে কি শেষ পর্যন্ত দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে? আমিরশাহি ক্রিকেট সংস্থা এখনও চাইছে, মাঠে যেন দর্শক আসে। কিন্তু ‘কর্তৃপক্ষ’ থেকে এখনও অনুমতি আসেনি। উসমানি বলছিলেন, ‘‘আমাদের এখানে প্রচুর প্রবাসী মানুষ আছেন, এশিয়ার মানুষ আছেন। তা ছাড়া আমাদের এখানকার স্থানীয়রাও খেলাধুলো খুব ভালবাসেন। আমরা চাইব, ওঁরা যেন মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পান।’’

তা হলে এখন কীসের অপেক্ষা? উসমানির জবাব, ‘‘আমাদের ঠিক কী কী নিয়ম মেনে চলতে হবে, এই ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছি। এর মধ্যে মাঠে দর্শক প্রবেশের ব্যাপারটাও আছে। চূড়া্ন্ত অনুমতি পেয়ে গেলে আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসব। জানতে চাইব, বিসিসিআই কত সংখ্যক দর্শক মাঠে চায়।’’

সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী কয়েক জন ভারতীয়ের সঙ্গে কথা বলে জানা গেল, আইপিএল নিয়ে উত্তেজনা বাড়ছে। কিন্তু আবার কোভিড-১৯ নিয়েও উদ্বেগ থাকছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬১ জন করোনা ‘পজ়িটিভ’-এর সন্ধান পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, বিমানবন্দর থেকে নামলেই মোবাইলে একটা ‘অ্যাপ’ ইনস্টল করে দেওয়া হচ্ছে সকলের। যে অ্যাপের মাধ্যমে বিদেশ থেকে আসা যাত্রীদের যাতায়াতের উপরে নজর রাখা হচ্ছে। দুবাই থেকে আবু ধাবি যেতে গেলেও করোনা পরীক্ষা করা হচ্ছে। সড়ক পথে দু’টি শহরের মধ্যে বিশেষ গেটও বসানোও হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন