UCL

আট দলের চ্যাম্পিয়ন্স লিগ অগস্টে

বুধবার উয়েফার তরফে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একবারই মুখোমুখি হবে দলগুলো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০৪:২৯
Share:

ছবি সংগৃহীত।

করোনা অতিমারির জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের খেলা। এই পরিস্থিতিতে প্রতিযোগিতা শেষ করতে অভিনব সিদ্ধান্ত নিল উয়েফা। আটটি দলকে নিয়ে অগস্টে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ‘ছোট সংস্করণ’ আয়োজন করবে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা।

Advertisement

বুধবার উয়েফার তরফে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একবারই মুখোমুখি হবে দলগুলো। অর্থাৎ, দুই পর্বের বদলে একটি ম্যাচই হবে। ফাইনাল হবে ২৩ অগস্ট। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বুধবার এগজিকিউটিভ কমিটির বৈঠকের পরে উয়েফার ডেপুটি জেনারেল সেক্রেটারি জিয়োর্জিয়ো মারসেত্তি জানিয়েছেন, শেষ ষোলোর দ্বিতীয় পর্বের যে চারটি ম্যাচ বাকি রয়েছে, তা হবে। ম্যাঞ্চেস্টার সিটি খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ চেলসি। জুভেন্টাসের লড়াই অলিম্পিক লিঁয়নের বিরুদ্ধে। বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। ৭-৮ অগস্ট লিসবনে এই ম্যাচগুলো হবে।

প্যারিস সাঁ জারমাঁ, আতলেতিকো দে মাদ্রিদ, আটলান্টা ও আরবি লাইপজ়িগ ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তানবুলে। কিন্তু করোনা অতিমারির জেরে তা বাতিল করে দেওয়া হয়। তবে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে ইস্তানবুলেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন