Euro Cup 2020

Euro cup 2020 Final: প্রায় ৪৮ লক্ষ টাকা দাম উঠল ইউরো কাপ ফাইনালের টিকিটের

হ্যারি কেনদের দেখার জন্য বিপুল অর্থ খরচ করতে রাজি ইংরেজরা। নেটমাধ্যমে টিকিটের এমনই আকাশ ছোঁওয়া দাম উঠল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ১৬:৩৬
Share:

রবিবার ওয়েম্বলির মাঠে কেন এবং বনুচ্চিদের ম্যাচ দেখতে মনে করা হচ্ছে ৬৭,৫০০ দর্শক থাকবেন।

ইউরো কাপ ফাইনালে ইংল্যান্ড বনাম ইটালির ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে হলে খরচ করতে হবে প্রায় ৪৮ লক্ষ টাকা। বৃহস্পতিবার এমনই দাম উঠল কিছু টিকিটের।

Advertisement

হ্যারি কেনদের দেখার জন্য বিপুল অর্থ খরচ করতে রাজি ইংরেজরা। নেটমাধ্যমে টিকিটের এমনই আকাশ ছোঁওয়া দাম উঠল। ইউরো কাপের সেমিফাইনালে ডেনমার্কের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়ের পর হ্যারি কেনদের নিয়ে বিপুল প্রত্যাশা দেশ জুড়ে। সকলেই চাইছেন মাঠে বসে দলের জয় দেখতে। তা থেকেই টিকিটের এমন অগ্নি মূল্য।

গত সপ্তাহেই উয়েফার সাইটে থাকা সব টিকিট বিক্রি হয়ে যায়। অন্য কোথাও আর টিকিট আছে বলেও জানা যাচ্ছে না। এমন অবস্থায় বেশ কিছু টিকিটের সন্ধান পাওয়া যায় যে গুলো তাদের মালিকরা বিক্রি করে দিতে ইচ্ছুক। নেটমাধ্যমেই সে গুলো বিক্রি করতে চাইছেন তাঁরা। কিছু টিকিটের দাম ছিল ২৬ হাজার টাকা। সেই গুলোরই দাম উঠে যায় প্রায় ৪৮ লক্ষ টাকা।

Advertisement

সেমিফাইনালে জেতার পর ইংরেজ সমর্থকরা। ছবি: রয়টার্স

লাইভ ফুটবল টিকিট নামক এক ওয়েবসাইটে টিকিটের দাম দেখা যায় ৩৫ লক্ষ ৩১ হাজার টাকা। তবে বেশ কিছু নকল টিকিটও বিক্রি হচ্ছে বলে সন্দেহ করছে উয়েফা। এর ফলে নেটমাধ্যমে কেনা টিকিটের ওপর নজর রাখছে তারা। নকল টিকিট হলে এত দাম দিয়ে কিনেও মাঠে ঢুকতে পারবেন না দর্শকরা।

এক টুইটারেত্তি মানুষকে সাবধান করে দিয়ে জানিয়েছেন ২৮ লক্ষ ২৫ হাজার টাকা খরচ করে নকল টিকিট পেয়েছেন তিনি।

ইটালির সমর্থকরা। ছবি: রয়টার্স

রবিবার ওয়েম্বলির মাঠে মনে করা হচ্ছে ৬৭,৫০০ দর্শক থাকবেন। মাঠে ৯০ হাজার দর্শক বসার ব্যবস্থা থাকলেও সরকার থেকে অনুমতি দেওয়া হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন