UEFA Champions League

এখনও বিতর্কিত লিগে, চ্যাম্পিয়ন্স লিগে নাও দেখা যেতে পারে মেসি, রোনাল্ডোদের ক্লাব

১২টি দল মিলে সুপার লিগ তৈরিতে এগোলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো আগেই সরে দাঁড়িয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৭:১৭
Share:

চ্যাম্পিয়ন্স লিগে নাও দেখা যেতে পারে মেসি, রোনাল্ডোদের।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসকে। সুপার লিগের সঙ্গে যুক্ত থাকার জন্য এই শাস্তি হতে পারে ক্লাবগুলোর। মঙ্গলবার উয়েফার তরফে বলা হয়েছে, “উয়েফা-র নিয়ম ভেঙেছে দলগুলো।”

Advertisement

১২টি দল মিলে সুপার লিগ তৈরিতে এগোলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো আগেই সরে দাঁড়িয়েছিল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি, লিভারপুল, আর্সেনাল এবং টটেনহ্যাম ছিল সেই তালিকায়। পরবর্তী সময় আতলেতিকো মাদ্রিদ, এসি মিলান, ইন্টার মিলানও সরে যায়। পড়ে রয়েছে ৩টি ক্লাব। উয়েফা প্রধান আলেকসান্দার সেফেনি বলেন, “ওরা যদি বলে সুপার লিগ খেলবে তা হলে ওরা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ খেলবে না।”

কবে শাস্তি ঘোষণা করা হবে তা যদিও জানায়নি উয়েফা। ২৬ অগস্ট চ্যাম্পিয়ন্স লিগে কোন গ্রুপে কোন দল খেলবে তা বেছে নেওয়া হবে। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু প্রতিযোগিতা। তার আগে এই ৩ ক্লাব না খেললে পরিবর্তে কারা খেলবে সেই বিষয়েও সিদ্ধান্ত নেবে উয়েফা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন