Aleksander Ceferin

সময়সীমা বেঁধে বার্তা উয়েফার

উয়েফা কর্তারা সমস্ত দেশগুলির ফুটবল সংস্থার কাছে আবেদন জানাচ্ছেন, তারা যেন মরসুম শেষ করার বিষয়ে জোর দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০৬:০৪
Share:

উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন।—ছবি রয়টার্স

করোনাসংক্রমণে স্তব্ধ বিশ্বফুটবল। কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় উয়েফা। আগামী মাসের শেষ থেকেই ইউরোপীয় লিগ শুরু করার বার্তা দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন জানিয়েছেন, তিনি উয়েফার অন্তর্গত ৫৫টি ফুটবল সংস্থার কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, আগামী ২৫ মে-র মধ্যে জানিয়ে দিতে হবে, নিজেদের দেশের লিগগুলি আদৌ শুরু করা সম্ভব কি না। তাদের বক্তব্য শোনার পরেই নতুন ফুটবল মরসুম নিয়ে পরিকল্পনা করা হবে। করোনার কারণে এমনিতেই এক বছর পিছিয়ে দিতে হয়েছে ইউরো কাপ। সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা কাপের নক-আউট পর্বের ম্যাচগুলি। উয়েফা কর্তারা সমস্ত দেশগুলির ফুটবল সংস্থার কাছে আবেদন জানাচ্ছেন, তারা যেন মরসুম শেষ করার বিষয়ে জোর দেন। ইপিএল, বুন্দেশলিগা, সেরি-আ কমিটি যেমন জানিয়ে দিয়েছে, তারা চলতি মরসুম শেষ করতে ইচ্ছুক। আবার নেদারল্যান্ডস ফুটবল সংস্থা দুদিন আগেই চলতি মরসুম বাতিলের ঘোষণা করে দিয়েছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন