PCB

Match-Fixing: ম্যাচ গড়াপেটার কথা না জানানোয় ক্ষমাপ্রার্থী উমর আকমল

পাকিস্তান সুপার লিগের ম্যাচে তাঁর কাছে ম্যাচ গড়াপেটার অনুরোধ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানাননি আকমল। পরে তা জানতে তাঁকে ১২ মাস নির্বাসিত করে পিসিবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ২০:২৪
Share:

উমর আকমল। ফাইল ছবি

গত কয়েক মাসে অনেক শিক্ষা পেয়েছেন। একই ভুল দু’বার করতে রাজি নন উমর আকমল

Advertisement

পাকিস্তান সুপার লিগের ম্যাচে তাঁর কাছে ম্যাচ গড়াপেটার অনুরোধ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানাননি আকমল। পরে তা জানতে তাঁকে ১২ মাস নির্বাসিত করে পিসিবি।

অর্থের অভাবে জরিমানার টাকা দিতে পারছিলেন না উমর। দাদা কামরান তাঁকে বাঁচান। ভাইয়ের হয়ে তিনিই জরিমানার অর্থ দিয়ে দেন পিসিবি-কে। এরপরেই উমরকে ক্রিকেটে ফেরার অনুমতি দেয় তারা।

Advertisement

সেই পিসিবি-র টুইটারেই প্রকাশিত এক ভিডিয়োতে উমর বলেছেন, “১৭ মাস আগে আমি একটা ভুল করেছিলাম যার জন্যে আমার ক্রিকেটজীবনের অনেক ক্ষতি হয়েছে। মাঝের এই সময়ে অনেক কিছু শিখেছি। কিন্তু আমার জন্য পাকিস্তান ক্রিকেটের জনপ্রিয়তার অনেক ক্ষতি হয়েছে। আমি ক্ষমা চাইছি পিসিবি এবং বিশ্বজুড়ে পাকিস্তান ক্রিকেটের সমস্ত ভক্তদের কাছে।”

উমরের সংযোজন, “কিছু মানুষ এসে আমাকে গড়াপেটার কথা জানিয়েছিল। কিন্তু দুর্নীতি-বিরোধী সংস্থাকে তা জানায়নি। ক্রিকেটার হয়েও ক্রিকেট খেলতে না পারার দুঃখ বোঝানো যাবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন