Sports News

উমেশের দুরন্ত বলে ব্যাট ভাঙল ম্যাক্সওয়েলের

রাঁচী টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে উমেশ যাদব বুঝিয়ে দিলেন তার দম কত! শুক্রবার দিনের প্রথম বলেই ম্যাক্সওয়েলের ব্যাট ভেঙে খান খান করে দিলেন উমেশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১৯:৪৬
Share:

ভাঙা ব্যাট হাতে নিয়ে ম্যাক্সওয়েল। ছবি: টুইটারের সৌজন্যে।

রাঁচী টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে উমেশ যাদব বুঝিয়ে দিলেন তার দম কত! শুক্রবার দিনের প্রথম বলেই ম্যাক্সওয়েলের ব্যাট ভেঙে খান খান করে দিলেন উমেশ।

Advertisement

উমেশের যে বলে ম্যাক্সওয়েলের ব্যাট ভেঙেছে, স্পিডোমিটারে তার গতি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ম্যাক্সওয়েল সেই বল ব্লক করতে গিয়েই বিপত্তি ঘটে।

আরও পড়ুন, এই কাণ্ড করল জিভা! ধোনি শেয়ার করলেন ভিডিও

Advertisement

এ দিকে, ম্যাক্সওয়েলের ব্যাট ভাঙার পরই ম্যাক্সওয়েলকে খানিকটা ‘কটাক্ষ’ করে তাঁর বাইসেপস দেখান। তিনি এটাই হয়ত বোঝাতে চেয়েছেন, ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া অত সহজ নয়। তবে ম্যাক্সওয়েল বিষয়টি হাল্কা ভাবে নেন। উমেশ-ম্যাক্সওয়েল দু’জনেই হেসে ফেলেন।

উমেশ তাঁকে দিনের শুরুতে ঝটকা দিলেও, দিনের শেষে ব্যাটিংয়ে জবাব দিয়েছেন ম্যাক্সওয়েল। এ দিন তিনি টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement