কেকেআরের প্রথম দুই ম্যাচে নেই উমেশ যাদব

আইপিএলের প্রথম দুই অ্যাওয়ে ম্যাচে যে উমেশ যাদবকে পাওয়া যাচ্ছে না, তা এ দিন জানিয়ে দিল কেকেআর। বোর্ডের তরফ থেকেও এ দিন সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয় নাইটদের প্রধান স্ট্রাইক বোলারকে দু’সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছে তাদের মেডিক্যাল টিম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০৪:০৪
Share:

অনিশ্চিত: উমেশ কবে মাঠে ফিরবেন, প্রশ্ন থাকছে। ফাইল চিত্র

আইপিএলের প্রথম দুই অ্যাওয়ে ম্যাচে যে উমেশ যাদবকে পাওয়া যাচ্ছে না, তা এ দিন জানিয়ে দিল কেকেআর। বোর্ডের তরফ থেকেও এ দিন সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয় নাইটদের প্রধান স্ট্রাইক বোলারকে দু’সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছে তাদের মেডিক্যাল টিম।

Advertisement

বোর্ডের কাছ থেকে এই মেল পাওয়ার পরই শনিবার নাইটদের সিইও বেঙ্কি মাইসোর টুইটারে জানিয়ে দেন, ১০ এপ্রিল কলকাতায় আসছেন উমেশ। ১৩ এপ্রিল কিঙ্গস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তিনি সম্ভবত খেলবেন। বোর্ডের মেডিক্যাল টিম এ দিন জানায়, উমেশের শিরদাঁড়ার নীচের দিকে ও কোমরের বাঁ দিকে চোট রয়েছে, যা দু’সপ্তাহের বিশ্রামে সেরে উঠবে।

উমেশের মতো রবীন্দ্র জাডেজাকেও লিগের প্রথম দু’সপ্তাহ বিশ্রাম নিতে হবে। তাঁর আবার স্পিনিং ফিঙ্গারে চোট। রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্যকে অবশ্য শুরু থেকেই আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে বোর্ড। তবে আর অশ্বিন, মুরলী বিজয়ের সত্যিই আইপিএলে খেলা হচ্ছে না।

Advertisement

উমেশের না থাকাটা শুরুর দুই ম্যাচে কেকেআরের কাছে অবশ্যই বড় ধাক্কা। প্রথম ম্যাচ গুজরাত লায়ন্সের বিরুদ্ধে রাজকোটে ও দ্বিতীয় ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে। প্রথম ম্যাচে সাকিব আল হাসানের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এ বার উমেশও খেলতে না পারলে কিছুটা কম শক্তি নিয়েই মাঠে নামতে হবে গৌতম গম্ভীরদের। ক্রিস ওকস, ট্রেন্ট বোল্ট, কুলদীপ যাদব, পীযূষ চাওলাদের দিয়ে এই পরিস্থিতি সামলানোর কথা ভাবছে কেকেআর শিবির।

শনিবার নাইটদের শিবিরে ছিল ছুটির মেজাজ। অনুশীলন, প্র্যাকটিস ম্যাচ, জিম বা পুল সেশন কিছুই ছিল না। শুধু এক প্রোমো ফিল্মের শুটিংয়ে ছিলেন কয়েকজন ক্রিকেটার। শনিবার সকালে কলকাতায় এসে পৌঁছন ইংরেজ অলরাউন্ডার ক্রিস ওকস। রবিবার বিকেলে ইডেনে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ খেলবে কেকেআর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement