Sport News

নেহরার পরামর্শে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন উমেশ

আসন্ন ইংল্যান্ড সফরে নিজের ছন্দ ধরে রাখার জন্য প্রাক্তন পেসার আশিস নেহরার পরামর্শে প্রস্তুতি নিচ্ছেন উমেশ। তাঁর এই প্রস্তুতির প্রধান অঙ্গ একটি স্টাম্পকে লক্ষ্য করে ধারাবাহিক ভাবে লাইন ও লেংথে বল করে যাওয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ০৪:৩৬
Share:

প্রস্তুতি: ইংল্যান্ড সফরের জন্য তৈরি হচ্ছেন উমেশ। ফাইল চিত্র

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দাপটে বোলিং করেছেন। এ বার ভারতের হয়ে বিদেশে সফরেও ভাল পারফর্ম করতে মরিয়া ভারতীয় পেসার উমেশ যাদব।

Advertisement

আসন্ন ইংল্যান্ড সফরে নিজের ছন্দ ধরে রাখার জন্য প্রাক্তন পেসার আশিস নেহরার পরামর্শে প্রস্তুতি নিচ্ছেন উমেশ। তাঁর এই প্রস্তুতির প্রধান অঙ্গ একটি স্টাম্পকে লক্ষ্য করে ধারাবাহিক ভাবে লাইন ও লেংথে বল করে যাওয়া।

শুক্রবার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে উমেশ বলেছেন, ‘‘পেস বোলিং সম্পর্কে আশিস ভাইয়ের অনেক অভিজ্ঞতা। আইপিএলে আমাদের দলের বোলিং কোচ ছিলেন উনি। তাই ওঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সাদা বলের ক্রিকেটের মধ্যেও লাল বলে কী ভাবে বল করতে হয় সে ব্যাপারে অনেক কিছু শিখিয়েছেন।’’ সঙ্গে যোগ করেন, ‘‘ইংল্যান্ডে বল বেশি সুইং করে। নিয়ন্ত্রণের সঙ্গে বল সুইং করানোর জন্য একটি স্টাম্প বসিয়ে বল করার পরামর্শ দিয়েছেন আশিস ভাই।’’

Advertisement

আউটসুইং করানোর ক্ষমতা রয়েছে উমেশের। তাই ডান হাতি ব্যাটসম্যানদের অফস্টাম্পের যত কাছ থেকে বল বাইরে সুইং করাতে পারেন পেসাররা, তত ভয়ঙ্কর হয়ে ওঠেন। উমেশকে সেটাই করতে বলেছেন দিল্লির এই প্রাক্তন বাঁ হাতি পেসার। উমেশ বলেছেন, ‘‘অফস্টাম্পের যত কাছে বল ফেলতে পারব, তত সুবিধা পাব। আশিস ভাই বলেছে যে, এস জি টেস্ট এবং‌ ডিউক বল (ইংল্যান্ডে যা ব্যবহার হয়) দিয়ে একসঙ্গে অনুশীলন করতে। তা হলে পার্থক্যটা সহজেই বোঝা যাবে।’’ উমেশের মতে, ভাল ভাবে সুইং করানোর দক্ষতার বল সঙ্গে মানসিক স্থিরতাও প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement