Sports News

যুক্তরাষ্ট্র ওপেনে জোকারের ভবিষ্যত নিয়ে জল্পনা তুঙ্গে

সদ্য সমাপ্ত উইম্বলডনে, টমাস বার্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলাকালীন ডান কনুইতেই চোট পান জোকার। চোটের তীব্রতা এতটাই গুরুতর ছিল, যে মাঝ পথে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১৬:১২
Share:

নোভাক জকোভিচ। ছবি: এএফপি।

চোট-আঘাত যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না নোভাক জকোভিচের। মঙ্গলবার পুরনো চোটের জায়গায় আবার আঘাত পেলেন কিংবদন্তী এই টেনিস তারকা। আর এর পরই আসন্ন যুক্তরাষ্ট্র ওপেনে জোকারের খেলা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

আরও পড়ুন: ২০২১-এ বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভারতেই

উল্লেখ্য, সদ্য সমাপ্ত উইম্বলডনে, টমাস বার্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলাকালীন ডান কনুইতেই চোট পান জোকার। চোটের তীব্রতা এতটাই গুরুতর ছিল, যে মাঝ পথে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন তিনি। পরে চোট সারিয়ে ওঠার জন্য সার্বিয়ার ডেভিস কাপ দলের ডাক্তার ডেসলাভ মিলিনকোভিকের কাছে রিহ্যাব চলছিল নোভাকের। তবে, রিহ্যাব চললেও জোকার যে যুক্তরাষ্ট্র ওপেনে নামার জন্য এখনও সম্পূর্ণ সুস্থ নন তা এ দিন জানিয়ে দিল ডেসলাভ। তিনি বলেন, “নোভাক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, তবে এখন কম করে ৬ সপ্তাহ লাগবে চোট কাটিয়ে উঠতে। এবং পুরোপুরি সুস্থ হয়ে কোর্টে ফিরতে সময় লাগবে ১২ সপ্তাহ।” আর এর পরই জোকারের যুক্তরাষ্ট্র ওপেনের ভবিষ্যত নিয়ে ঘনাতে শুরু করেছে জল্পনার মেঘ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন