ফুটবল খেলবেনই, ডর্টমুন্ডে যেতে পারেন বোল্ট

ইউসেইন বোল্টের কথা মানলে, সে রকমই ঘটনা ঘটকে চলেছে।। কিংবদন্তি এই স্প্রিন্টার জানাচ্ছেন, তিনি ফুটবলকে নতুন কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার ব্যাপারে ভালমতোই ভাবনা চিন্তা করছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০৪:১৯
Share:

উৎসব: লুইস হ্যামিল্টনের সঙ্গে ইউসেইন বোল্ট। দুই তারকাকে দেখা গেল বিখ্যাত বোল্ট-ভঙ্গিতে। ছবি: এএফপি

ট্র্যাকে আর তাঁকে দেখা যাবে না। কিন্তু ফুটবল মাঠে কি বল পায়ে নেমে পড়বেন তিনি?

Advertisement

ইউসেইন বোল্টের কথা মানলে, সে রকমই ঘটনা ঘটকে চলেছে। কিংবদন্তি এই স্প্রিন্টার জানাচ্ছেন, তিনি ফুটবলকে নতুন কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার ব্যাপারে ভালমতোই ভাবনা চিন্তা করছেন। আটটি অলিম্পিক্স সোনার মালিক, ৩১ বছরের বোল্ট এর আগেও তাঁর ফুটবলপ্রেমের কথা বলেছিলেন। কিন্তু ফুটবল খেলার ব্যাপারটা তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন? অনেকেই বোল্টের এই ইচ্ছাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন। কিন্তু কিংবদন্তি এই অ্যাথলিট বলেছেন, ‘‘এটা আমার ব্যক্তিগত একটা লক্ষ্যপূরণের চেষ্টা বলতে পারেন। কে কী বলছে, তাতে আমার কিছু যায় আসে না। এটুকু বলব, নিজের কাছে আমি মিথ্যে বলছি না।’’

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত বোল্ট এসেছিলেন লুইস হ্যামিল্টের রেস দেখতে। বোল্টকে মার্সিডিজ এএমজি স্পোর্টসকারে চাপিয়ে সার্কিট অফ আমেরিকাতে এক চক্কর ঘুরিয়েও আনেন হ্যামিল্টন। আরও একবার দেখা যায় বোল্টের সেই বিখ্যাত ভঙ্গি। যা তিনি সোনা জেতার পরে করে দেখাতেন। চ্যাম্পিয়ন হ্যামিল্টনও একই ভাবে বোল্টের পাশে দাঁড়িয়ে সেই ভঙ্গি করেন।

Advertisement

আরও পড়ুন: হার মেসির, বর্ষসেরা ফের সেই রোনাল্ডো

নিজের ফুটবল কেরিয়ার নিয়ে বোল্ট আরও বলে যান, ‘‘এখন হ্যামস্ট্রিংটা একটু সমস্যা করছে। সপ্তাহ দু’য়েক সময় লাগবে নিজেকে পুরো সুস্থ করে তুলতে। তার পর ঠিক করে রেখেছি ট্রেনিং শুরু করে দেব। মনে হয় না ফিটনেস ফিরে পেতে আমার খুব একটা সমস্যা হবে। তার পরে ফুটবলে নামার ব্যাপারে নিয়ে দেখব সামনে কী রাস্তা আছে।’’

ফুটবলে নামার কথা বোল্ট এর আগেও নানা জায়গায় বলেছিলেন। বেশ কয়েকটি ক্লাব থেকেও এমনও প্রস্তাব দেওয়া হয়েছিল, বোল্ট এসে ফুটবলারদের সঙ্গে প্র্যাকটিস করতে পারেন। বোল্টকে যে ক্রীড়াসরঞ্জাম সংস্থা স্পনসর করে, তারা আবার জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডেরও অন্যতম স্পনসর। বরুসিয়ার পক্ষ থেকেও বোল্টকে আমন্ত্রণ জানানো হয়েছে ফুটবলারদের সঙ্গে এক সপ্তাহ ট্রেনিং করার জন্য। যে আমন্ত্রণ গ্রহণ করতে তৈরি বোল্ট। জামাইকান মহাতারকা বলছেন, ‘‘আমাকে বলা হয়েছে, এ রকম প্রস্তাব রয়েছে। আমাকে শুধু ফিট হতে হবে। তার পরে ট্রায়ালে নেমে দেখতে পারব, কী অবস্থায় আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন