আবেদনের খরচ ৮৮ কোটি

কার্টারের শাস্তির বিরুদ্ধে আবেদন করতে অর্থ লাগলে দেব: বোল্ট

চব্বিশ ঘণ্টাও হয়নি বেজিং অলিম্পিক্সের রিলে সোনা ফিরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে। সতীর্থ নেস্তা কার্টার ডোপ পরীক্ষায় ধরা পড়ায়। অলিম্পিক্সের ইতিহাসে তাঁর প্রথম ‘ট্রিপল ট্রিপল’ নজিরের গৌরবও ভেঙে পড়েছে যে কারণে। তবে তিনি— উসেইন বোল্ট কার্টারের উপর ক্রুদ্ধ নন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ০৩:১৬
Share:

চব্বিশ ঘণ্টাও হয়নি বেজিং অলিম্পিক্সের রিলে সোনা ফিরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে। সতীর্থ নেস্তা কার্টার ডোপ পরীক্ষায় ধরা পড়ায়। অলিম্পিক্সের ইতিহাসে তাঁর প্রথম ‘ট্রিপল ট্রিপল’ নজিরের গৌরবও ভেঙে পড়েছে যে কারণে। তবে তিনি— উসেইন বোল্ট কার্টারের উপর ক্রুদ্ধ নন। উল্টে কার্টারের শাস্তির বিরুদ্ধে আবেদন করতে যদি অর্থ লাগে তিনি দিতে রাজি।

Advertisement

কার্টার যদি আইওসি-র শাস্তির বিরুদ্ধে কোর্ট অব আর্বিট্রেশনে আবেদন করেন তা হলে খরচ হতে পারে ১৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৮ কোটি টাকা)। জামাইকার মিডিয়ার এমনটাই দাবি। কার্টারের আইনজীবীরা এই বিপুল অর্থ খরচ করার আগে তাই তড়িঘড়ি আবেদনের পথে না হেঁটে আবেদন করলে কতটা লাভ হতে পারে সেটা খতিয়ে দেখছেন। বোল্ট বলছেন, ‘‘নেস্তার সঙ্গে এ নিয়ে কথা হয়নি। তবে এ জন্য আমি কারও সঙ্গে সম্পর্ক খারাপ করব না। নেস্তা এখনও আমার বন্ধুই। আমার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে। যদি প্রয়োজন হয় আমি কার্টারকে সাহায্য করতে রাজি।’’

তবে গোটা ব্যাপারে নিজের অসন্তোষ চেপে রাখার চেষ্টা করেননি জামাইকান কিংবদন্তি। ‘‘পদক ফিরিয়ে দেওয়াটা হজম করতে পারছি না। ইতিমধ্যেই অবশ্য পদকটা ফেরত দিয়ে দিয়েছি। একেবারেই খুশি নয় ব্যাপারটায়। কী আর করব, জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়,’’ জামাইকান মিডিয়াকে বলেছেন বিশ্বের দ্রুততম মানুষ।

Advertisement

বোল্ট, কার্টার, আসাফা পাওয়েল আর মাইকেল ফ্রেটার বেজিংয়ে ১০০ মিটার রিলে দৌড়েছিলেন। বুধবার আইওসি তাদের পদক বাতিল করে দেয় কার্টারের নমুনায় নিষিদ্ধ মিথাইলহেক্সানেমাইন থাকায়। শুক্রবার সবাই তাদের পদক ফিরিয়ে দিয়েছেন জামাইকান অলিম্পিক কমিটিকে। তবে অলিম্পিক্সের ইতিহাসে তাঁর প্রথম তিন বার তিনটি ইভেন্টে সোনা জেতার রেকর্ড ভেঙে গেলেও বোল্ট বলছেন, ‘‘গোটা কোরিয়ার জুড়ে আমি যা যা পেয়েছি সেটা এই ঘটনায় পাল্টে যাবে না। এমন কৃতিত্ব দেখিয়েছি যেটা আগে কেউ কখনও পারেনি।’’

বোল্ট চান না এই ঘটনার প্রভাব তাঁর বিদায়ী মরসুমে পড়ুক। আগেই তিনি ঘোষণা করেছেন চলতি মরসুমের পরই অ্যাথলেটিক্স থেকে অবসর নিতে পারেন। ‘‘এই ঘটনার জন্য আমার ফোকাস নড়ে যাতে না যায় সেটা দেখতে হবে। ফোকাসটা তাই ধরে রাখছি। তবে গোটা পরিস্থিতি দেখে আমার ভাল লাগছে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন