মোনাকোয় মরসুমের সেরা সময় বোল্টের

বোল্টপ্রেমীদের কাছে এই সময়টা খুবই আবেগের কারণ, সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ মরসুম। এর পর আর প্রতিযোগিতামূলক আসরে নামবেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ০৬:৪৬
Share:

চেনা মেজাজে বোল্ট। দশ সেকেন্ডের কম সময়ে সোনা। ছবি: এএফপি

মরসুমের সেরা সময় করে মোনাকোয় একশো মিটারে জিতলেন ইউসেইন বোল্ট। শুক্রবার হওয়া এই রেসে বোল্ট সময় করেছেন ৯.৯৫ সেকেন্ড। আটটি অলিম্পিক্স সোনা জয়ী বোল্ট এই প্রথম চলতি মরসুমে ১০ সেকেন্ডের কমে একশো মিটার দৌড়লেন।

Advertisement

বোল্টপ্রেমীদের কাছে এই সময়টা খুবই আবেগের কারণ, সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ মরসুম। এর পর আর প্রতিযোগিতামূলক আসরে নামবেন না। কিন্তু মোনাকোতেও বিশ্বের দ্রুততম মানব যে রকম ঝড় তুলেছেন, তার পর তাঁকে আরও দীর্ঘ সময় ট্র্যাকে ধরে রাখার প্রয়াস শুরু হতেই পারে।

রেসে দ্বিতীয় হওয়া আমেরিকার ইসিয়া ইয়ং-কে ০.০৩ সেকেন্ডের ব্যবধানে হারিয়েছেন বোল্ট। কিন্তু তার চেয়েও জরুরি হচ্ছে, বরাবরের মতোই দর্শক বিনোদনের সেরা বিজ্ঞাপন হয়ে হাজির ছিলেন ‘শোম্যান’ বোল্ট। জয়ের পর তাঁর সেই পরিচিত ‘লাইটনিং বোল্ট’ ভঙ্গিও করে দেখান তিনি। দৌড়ের শুরু থেকেই তাঁদের প্রিয় অ্যাথলিটের জন্য গর্জন করতে শুরু করেন দর্শকেরা। যা তিনি জেতার পর চলতে থাকেনি। তবে তাঁর বিখ্যাত ভিকট্রি ল্যাপ দিতে পারেননি বোল্ট। যেহেতু তাঁর ইভেন্ট শেষ হতেই ৩০০০ মিটার স্টিপলচেজ শুরু হয়ে যায়।

Advertisement

‘‘ভালই হয়েছে দৌড়টা। আমি সঠিক পথেই যাচ্ছি। তবে এখনও অনেক কাজ বাকি,’’ বলেছেন বোল্ট। চলতি বছরে তাঁর এই সময় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকছে। এ বছরের সেরা সময় করেছেন আমেরিকার ক্রিশ্চিয়ান কোলম্যান (৯.৮২ সেকেন্ড)। ‘‘আমি ভক্তদের জন্য সব সময় নিজের সেরাটা দিতে তৈরি। আমি ওদের আবেগের অভাব অনুভব করব,’’ বলছেন বোল্ট। সঙ্গে যোগ করেন, ‘‘সেই কারণে মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। কেরিয়ার নিয়ে আমি খুশি কিন্তু মন খারাপ যে, সেটা শেষ হয়ে আসছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন