বিপক্ষকে চেনো, বার্তা উৎপলের

শেষ বার দেখা গিয়েছে আমির গনি বল ঘোরাতে সমস্যায় পড়েছেন। প্রদীপ্ত প্রামাণিক বল ঘোরাতে গিয়ে অতিরিক্ত ফ্লাইট দিয়ে ফেলছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০১৯ ০৪:৫৫
Share:

—ফাইল চিত্র।

বাংলার স্পিনারদের শিবিরে নতুন পদ্ধতিতে প্রশিক্ষণ দিতে চান স্পিন উপদেষ্টা উৎপল চট্টোপাধ্যায়। শুধু টেকনিকে উন্নতিই নয়, কী ভাবে বিপক্ষ ব্যাটসম্যানের মস্তিষ্কে চেপে বসা যায় সেটাও শেখানোর চেষ্টা করবেন নতুন দায়িত্ব পাওয়া উৎপল।

Advertisement

শুক্রবার টাউন ক্লাব সংলগ্ন মাঠে স্পিনারদের অনুশীলন শেষে উৎপল বলেন, ‘‘বিপক্ষ ব্যাটসম্যান কী ভাবছে সেটা জানা খুব জরুরি। না হলে আমি কোন জায়গায় বল রাখব, সেটা বোঝা কঠিন। দু’দিন ধরে প্রত্যেকের সঙ্গে সময় কাটিয়ে বুঝেছি, প্রতিভা সবার মধ্যেই রয়েছে। কিন্তু সব ম্যাচে হয়তো একজন উইকেট পাচ্ছে, বাকিরা পাচ্ছে না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কী ভাবে বল করতে হবে সেটা একজন স্পিনারের জানা উচিত।’’

শেষ বার দেখা গিয়েছে আমির গনি বল ঘোরাতে সমস্যায় পড়েছেন। প্রদীপ্ত প্রামাণিক বল ঘোরাতে গিয়ে অতিরিক্ত ফ্লাইট দিয়ে ফেলছেন। সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করছেন উৎপল। বলছিলেন, ‘‘স্পিনার হলেই যে তাঁকে এক হাত বল ঘোরাতে হবে তার মানে নেই। অনিল কুম্বলের বলও বেশি ঘুরতো না। কিন্তু ও জানত কোথায় বল রাখলে ব্যাটসম্যানকে সমস্যা ফেলা যায়। জায়গায় বল ফেলাটাই গুরুত্বপূর্ণ। তার উপরেই বেশি জোর দিচ্ছি।’’

Advertisement

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০-র উপর উইকেট রয়েছে উৎপলের। কোন ম্যাচে কী ভাবে বল করে বাংলাকে জিতিয়েছেন, সেই অভিজ্ঞতার কথা বাংলার স্পিনারদের জানিয়ে গেলেন তিনি। তাঁর কথায়, ‘‘কেরলের বিরুদ্ধে একটি ম্যাচের কথা খুব মনে পড়ছিল। সেটার কথা বলেছি। এ ছাড়াও বিভিন্ন ম্যাচ নিয়ে আলোচনা করা হয়েছে ওদের সঙ্গে। যতটা সম্ভব ওদের উন্নত করে তোলার চেষ্টা করব। বাকিটা ওদের উপরে।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন