Vernon Philander

প্রতিবেশীকে জল দেওয়ার সময়ে খুন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের ভাই

স্থানীয় খবরে প্রচারিত হয়েছে যে এক প্রতিবেশীকে জল ভর্তি ট্রলি দেওয়ার সময় গুলি করা হয় তাঁকে। আক্রমণকারী ধরা পড়েনি এখনও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ১৮:৪৬
Share:

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট, ৩০ ওয়ানডে ও সাত টি-টোয়েন্টি খেলেছেন ভারনন ফিলান্ডার। ছবি: বিসিসিআই।

খুন হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ভারনন ফিলান্ডারের ভাই টাইরোন ফিলান্ডার। বুধবার দুপুরে কেপ টাউনের র‌্যাভেনশমিডে বাড়ি থেকে কয়েক মিটারের দূরত্বে গুলিবিদ্ধ হন তিনি।

স্থানীয় খবরে প্রচারিত হয়েছে যে এক প্রতিবেশীকে জল ভর্তি ট্রলি দেওয়ার সময় গুলি করা হয় তাঁকে। আক্রমণকারী ধরা পড়েনি এখনও। পুলিশ তদন্ত করছে গোটা ব্যাপারটার।
চলতি বছরের গোড়ায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ফিলান্ডার। ভাইয়ের মৃত্যুর পরিপ্রেক্ষিতে তিনি এক বিবৃতিতে এই শোকের সময় পরিবারের সদস্যদের নিজেদের মতো থাকতে দেওয়ার আহ্বান করেছেন। বলেছেন, “কঠিন এই সময়ে আমাদের প্রাইভেসি বজায় রাখতে দিন। এই খুনের তদন্ত এখন পুলিশ করছে। তদন্ত যাতে ঠিকঠাক এগোতে পারে তার জন্য পুলিশকে কাজ করার সুযোগ দিক মিডিয়া। এই মুহূর্তে ওই ঘটনার বিস্তারিত কিছু জানা নেই। টাইরোন চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। ওর আত্মার শান্তি কামনা করি।” জানানো হয়েছে যে এখন প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে চাইছে না ফিলান্ডার পরিবার।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৪ টেস্টে ২২৪ উইকেট নিয়েছেন ভারনন ফিলান্ডার। ৩৫ বছর বয়সির ৩০ ওয়ানডে ও সাত টি-টোয়েন্টিতে যথাক্রমে ৪১ ও চার উইকেট রয়েছে।

Advertisement

আরও পড়ুন: ফিনিশার হিসেবে অন্য কাউকে খুঁজে নিক ধোনি, বলছেন লারা​

আরও পড়ুন: তিন বছর আগে ছিলেন চেন্নাইয়ের নেট বোলার, আবু ধাবিতে ধোনিকে ফিরিয়ে চর্চায় বরুণ

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন