Vidarbha

নায়ক আদিত্য সারওয়াটে, টানা দু’বার রঞ্জি চ্যাম্পিয়ন হল বিদর্ভ

ফাইনালের নায়ক বাঁ হাতি স্পিনার আদিত্য সরওয়াটে। দুই ইনিংস মিলিয়ে তিনি নিলেন ১১ উইকেট। এর সঙ্গে বিদর্ভের দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বাধিক ৪৯ রানও তাঁর করা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৪
Share:

রঞ্জি ট্রফি নিয়ে বিদর্ভ ক্রিকেটাররা। ছবি টুইটারের সৌজন্যে।

অসম্ভবকে সম্ভব করানোর চ্যালেঞ্জ ছিল। যা নিতে পারল না সৌরাষ্ট্র। রঞ্জি ফাইনালে বৃহস্পতিবার ৭৮ রানে হেরে গেল চেতেশ্বর পূজারার দল। আর টানা দু’বার রঞ্জিতে চ্যাম্পিয়ন হল বিদর্ভ

Advertisement

চতুর্থ ইনিংসে জেতার জন্য ২০৬ রান করতে হত সৌরাষ্ট্রকে। বুধবার চতুর্থ দিনের শেষে পাঁচ উইকেটে ৫৮ রান ছিল সৌরাষ্ট্রের। বৃহস্পতিবার পাঁচ উইকেটে করতে হত আরও ১৪৮ রান। কিন্তু, সকালে প্রথম সেশনেই পড়ে গেল পাঁচ উইকেট। ১২৭ রানে দাঁড়ি পড়ল ইনিংসে। বিশ্বরাজ জাডেজা (৫২) একমাত্র লড়লেন। চেতেশ্বর পূজারা ফাইনালে চরম ব্যর্থ হলেন। দুই ইনিংসে করলেন যথাক্রমে ১ ও ০। যা সৌরাষ্ট্রের রঞ্জি জেতার স্বপ্নে নির্মম আঘাত করল।

ফাইনালের নায়ক বাঁ হাতি স্পিনার আদিত্য সরওয়াটে। দুই ইনিংস মিলিয়ে তিনি নিলেন ১১ উইকেট। এর সঙ্গে বিদর্ভের দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বাধিক ৪৯ রানও তাঁর করা। সরওয়াটে বলেছেন, “এটা স্বপ্নের ফাইনাল ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন ছিল, খুচরো রান নেওয়া সহজ ছিল না। টেলএন্ডারদের সঙ্গে মূল্যবান কিছু রান যোগ করতে পেরেছিলাম।”

Advertisement

আরও পড়ুন: চোট, অস্ট্রেলিয়ার ভারত সফর থেকে ছিটকে গেলেন মিচেল স্টার্ক​

আরও পড়ুন: দুটো সেবাই তো করতে চাই, দেশের আর মেয়ের: মহম্মদ শামি

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement