পাল্টা লড়াই সৌরাষ্ট্রের

সৌরাষ্ট্রের লক্ষ্য দ্বিতীয় ইনিংসে বিদর্ভকে দেড়শো রানের মধ্যে আটকে রাখা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৫
Share:

প্রতিজ্ঞা: ছোট থেকেই জোরে বোলার হওয়ার স্বপ্ন উমেশের। ফাইল চিত্র

উমেশ যাদবের আগুনে বোলিং সামলে রঞ্জি ফাইনাল জমিয়ে দিল সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে বিদর্ভের ৩১২ রান তাড়া করতে নেমে সোমবার সৌরাষ্ট্রের রান ছিল পাঁচ উইকেটে ১৫৮। সেখান থেকে পরের দিককার ব্যাটসম্যানরা মঙ্গলবার দলকে পৌঁছে দেন ৩০৭ রানে। শেষ উইকেটে জয়দেব উনাদকাট (৪৬) ও চেতন সাকারিয়া (২৮ ন.আ.) তোলেন ৬০ রান।

Advertisement

এর আগে সৌরাষ্ট্রের স্নেল পটেল (১০২) লড়াকু সেঞ্চুরি করেন। যে সেঞ্চুরি করার পথে উমেশের (১-৫৯) বলে হেলমেটে আঘাত পান তিনি। হাতেও চোট লাগে। পরে তাঁর স্ক্যানও করা হয়, যদিও কিছু পাওয়া যায়নি। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিদর্ভের রান ৫৫-২।

সৌরাষ্ট্রের লক্ষ্য দ্বিতীয় ইনিংসে বিদর্ভকে দেড়শো রানের মধ্যে আটকে রাখা। সৌরাষ্ট্রের হার্ভিক দেশাই বলেছেন, ‘‘উইকেট মন্থর হচ্ছে। স্পিনাররা সাহায্য পাচ্ছে। এই অবস্থায় শেষ ইনিংসে ১৫০-১৬০ রান তাড়া করতে সমস্যা হওয়ার কথা নয়।’’ এ বারের রঞ্জি ট্রফিতে বেশ কয়েকটি ম্যাচে শেষ ইনিংসে বড় রান তাড়া করে জিতেছে চেতেশ্বর পূজারার সৌরাষ্ট্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement