Sports News

মুম্বইয়ের রাস্তায় ক্রিকেট খেললেন সচিন

আর সেই ভিডিও সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। সচিন তেন্ডুলকর স্ট্রিট ক্রিকেট খেলছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন স্বয়ং প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলিও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ১৭:৩৩
Share:

স্ট্রিট ক্রিকেটে সচিন তেন্ডুলকর। ছবি: টুইটারের ভিডিও থেকে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেকদিন হল। তা বলে কী ক্রিকেট ছাড়া যায়? ক্রিকেট অন্ত প্রাণ তিনি, তাই ক্রিকেট দেখলেই ব্যাট হাতে নেমে পড়ার অদম্য ইচ্ছেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এমনটাই হল মুম্বইয়ের রাস্তায়।

Advertisement

আর সেই ভিডিও সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। সচিন তেন্ডুলকর স্ট্রিট ক্রিকেট খেলছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন স্বয়ং প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলিও।

মুম্বইয়ের রাস্তায় নিজের গাড়ি করেই যাচ্ছিলেন। তখন বেশ রাতও হয়েছে। মেট্রোর কাজ হচ্ছে ভিলে পার্লের এমন একটা পরিত্যক্ত জায়গা হঠাৎই তিনি দেখতে পান কয়েকজন স্থানীয় ছেলে ক্রিকেট খেলছেন। তখনই গাড়ি দাড় করিয়ে নেমে পড়েন।

Advertisement

আরও পড়ুন
ফুটবল মাঠে বল হাতে ভালুক, বিশ্বকাপের আগে বিতর্কে রাশিয়া

সচিনকে দেখে তো সকলের চক্ষুচড়ক গাছ। ছুটে এসে কেউ প্রনাম ঠুকে দেন। কেউ আবার ব্যাট বাড়িয়ে দেন সচিনের দিকে। সকলের সঙ্গে হাত মিলিয়ে ব্যাট হাতেই নেমে পড়েন তিনি। বেশ কয়েকটি বল খেলে সকলের সঙ্গে সেলপি তুলে ফিরে যান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement