SIR in West Bengal

২২০৮ থেকে তিন ধাক্কায় মাত্র দু’টি! রাজ্যে মৃত বা স্থানান্তরিত ভোটারহীন বুথ রইল কোন দুই জেলায়?

কমিশনের তরফে সোমবার জানানো হয়েছে এখনও পর্যন্ত রাজ্যে এসআইআর-পর্বে এখনও পর্যন্ত চিহ্নিত মোট ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১টি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মৃত বা স্থানান্তরিত ভোটার একজনও নেই, পশ্চিমবঙ্গে এমন বুথের সংখ্যা কমতে কমতে এ বার দু’টিতে এসে এসে দাঁড়াল। প্রথমে বলা হয়েছিল, রাজ্যের ২২০৮টি বুথে গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি বা সেখান থেকে কেউ অন্যত্র স্থানান্তরিত হননি। এই তথ্য এসেছিল জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) দফতর থেকে। কিন্তু এর পর নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাগুলির কাছে রিপোর্ট তলব করে। তার পরেই সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছিল।

Advertisement

গত বুধবার (৩ ডিসেম্বর) জানা গিয়েছিল, ২২০৮ নয়, ওই ধরনের বুথের সংখ্যা রাজ্যে ৪৮০টি। কিন্তু বৃহস্পতিবারই (৪ ডিসেম্বর) কমিশনের তরফে নতুন পরিসংখ্যান প্রকাশ করে বলা হয়, রাজ্যে এই মুহূর্তে মাত্র সাতটি এমন বুথ রয়েছে, যেখানে গত এক বছরে কোনও মৃত বা স্থানান্তরিত ভোটারের হিসাব নেই। কিন্তু সোমবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে তা দু’টিতে নেমে এল। হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ওই দু’টি বুথ রয়েছে।

প্রথমে রাজ্যের ২২০৮টি বুথে কোনও মৃত, স্থানান্তরিত ভোটার নেই বলে রিপোর্ট এসেছিল। সব চেয়ে বেশি ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সেখানে ৭৬০টি বুথ থেকে এমন তথ্য এসেছিল। কিন্তু গত বৃহস্পতিবার কমিশন জানিয়ে দেয়, দক্ষিণ ২৪ পরগনায় এমন কোনও বুথ নেই। কমিশনের তরফে সোমবার জানানো হয়েছে এখনও পর্যন্ত রাজ্যে এসআইআর-পর্বে চিহ্নিত মোট ৫৬ লক্ষ ৩৭ হাজার ৭৩১টি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এর মধ্যে মৃত ভোটার ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫। নিখোঁজ ভোটার ১০ লক্ষ ৯৪ হাজার ৭১০। স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৬৪ হাজার ৬২৯। ভুয়ো ভোটার ১ লক্ষ ৩২ হাজার ২১৫ এবং অন্যান্য ৪৭ হাজার ৮৩২।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement