(বাঁ দিকে) খালেদা জিয়া এবং তাঁর পুত্র তারেক রহমান (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়ে টানাপড়েন চলছে গত ২৪ ঘণ্টা ধরে। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখনও ভর্তি ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-তে। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার বিকেলে ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থিতালিকা ঘোষণা করেছে তাঁর দল।
ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে দ্বিতীয় দফায় ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে উল্লেখযোগ্য নাম সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী (সিলেট-৪)। প্রসঙ্গত, এর আগে গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে প্রথম দফায় ২৩৭টি তে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল বিএনপির তরফে।
প্রথম প্রার্থিতালিকা অনুযায়ী বিএনপির চেয়ারপার্সন খালেদা ফেনী–০১, বগুড়া–০৭ এবং দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদার পুত্র তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। তারেক বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে এখনও কিছু জানানো হয়েনি দলের তরফে। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ইচ্ছাকে মর্যাদা দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।