অক্ষরের আধ-ডজন

বিজয় হাজারে ট্রফির ফাইনালে মুখোমুখি দিল্লি ও গুজরাত। উন্মুক্ত চন্দের অপরাজিত হাফ সেঞ্চুরির (৮০) দাপটে হিমাচল প্রদেশকে শনিবার ৬ উইকেটে হারায় দিল্লি। প্রথমে ব্যাট করে এ দিন হিমাচল প্রদেশ ২০০-৯ তুলেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

আলুর শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৫ ০৩:১২
Share:

বিজয় হাজারে ট্রফির ফাইনালে মুখোমুখি দিল্লি ও গুজরাত।

Advertisement

উন্মুক্ত চন্দের অপরাজিত হাফ সেঞ্চুরির (৮০) দাপটে হিমাচল প্রদেশকে শনিবার ৬ উইকেটে হারায় দিল্লি। প্রথমে ব্যাট করে এ দিন হিমাচল প্রদেশ ২০০-৯ তুলেছিল। সর্বোচ্চ রান বিপুল শর্মার (৫১)। জবাবে ৪১.১ ওভারেই ২০১-৪ তুলে জিতে যায় দিল্লি।

গৌতম গম্ভীরের টিম এই নিয়ে দু’নম্বর বিজয় হাজারে ট্রফি ফাইনাল খেলবে। ২০১২-’১৩ মরসুমে শেষ বার ফাইনালে উঠেছিল দিল্লি। উন্মুক্তের সেঞ্চুরিতে অসমকে সে বার হারিয়েছিল তারা। এ দিনও সেই উন্মুক্তই ভরসা দেন দলকে। শিখর ধবন করেন ৩৯।

Advertisement

দ্বিতীয় সেমিফাইনালে দুই স্পিনারের যুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের তামিলনাড়ু ৩১ রানে হারল অক্ষর পটেলের গুজরাতের কাছে। একাই ছ’উইকেট তুলে নিয়ে নায়ক অক্ষর (৬-৪৩)। প্রথমে ব্যাট করে ২৪৮-৮ তুলেছিল গুজরাত। অশ্বিন নেন তিন উইকেট (৩-৫১)। জবাবে অভিনব মুকুন্দের সেঞ্চুরির (১০৪ ন.আ) পরও তামিলনাড়ুর ইনিংস থেমে যায় ২১৭ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন