Viral Video

চার বছরের বাচ্চার ফুটবল স্কিলে মুগ্ধ আনন্দ মহীন্দ্রাও

টুইটারে ওই বাচ্চার ফুটবল স্কিলের ভিডিয়ো পোস্ট করে প্রশংসায় মেতেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৯ ১৫:৫৮
Share:

আরাতের ফুটবল স্কিলে মুগ্ধ দুনিয়া। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

বয়স তাঁর চার। এই বয়সেই তার পায়ের জাদু দেখলে জুড়িয়ে যায় সকলের চোখ। সম্প্রতি তার স্কিল দেখে মুগ্ধ হলেন ভারতীয় শিল্পপতি আনন্দ মহীন্দ্রাও। টুইটারে ওই বাচ্চার ফুটবল স্কিলের ভিডিয়ো পোস্ট করে প্রশংসায় মেতেছেন তিনি।

Advertisement

ফুটবল নিয়ে জাদু দেখানো ওই বাচ্চাটির নাম আরাত হোসেইনি। তার বাড়ি ইরানে। লম্বা চুলের জন্য তাকে দেখে প্রথমেই মেয়ে বলে ভুল হওয়াটা স্বাভাবিক। যেমনটা হয়েছিল আনন্দ মহীন্দ্রারও। পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘হোয়াটসঅ্যাপ ওয়ান্ডার বক্সে এই ছোট্ট মেয়ের ফুটবল স্কিল দেখে মুগ্ধ হয়ে যায় আমি। কিন্তু পরে জানতে পারি ও চার বছরের ইরানের ছেলে।’

এর আগে ঘোড়া ছুটিয়ে পরীক্ষা দিতে যাওয়া কেরলের ওই ছাত্রীরও ভূয়সী প্রশং‌সা করেছিলেন আনন্দ মহীন্দ্রা। যদিও মহীন্দ্রার প্রশংসার আগেই ভাইরাল হয়েছিল আরাতের ফুটবল নিয়ে জাদু দেখানোর ভিডিয়ো। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: সবাই শূন্য! ৪ রানে অলআউট গোটা দল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement