ICC

কেউ জিতল না, শোলের মতো টসের কয়েন দাঁড়িয়ে রইল সোজা!

শোলের টসের কথা মনে আছে, যেখানে কয়েনটা উপর থেকে ঘুরতে ঘুরতে নীচে নেমে এসে কোনও দিকে না পড়ে সোজা দাঁড়িয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

কাঠমান্ডু শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ১৯:৪৫
Share:

এ ভাবেই দাঁডিয়ে গিয়েছিল কয়েনটি। ছবি টুইটার থেকে সংগৃহীত।

শোলের টসের কথা মনে আছে, যেখানে কয়েনটা উপর থেকে ঘুরতে ঘুরতে নীচে নেমে এসে কোনও দিকে না পড়ে সোজা দাঁড়িয়ে যায়। সেটা সিনেমার দৃশ্য। তেমনটাই হল এ বার ক্রিকেট মাঠে। এশিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ছিল মালয়েশিয়ায়। সেখানেই ঘটল এমন ঘটনা।

Advertisement

নেপালের সঙ্গে ফাইনাল ম্যাচ ছিল হংকং-এর। নিয়ম মতো টস করতে যান দুই দলের ক্যাপ্টেন। নেপালের ক্যাপ্টেন কয়েন টস করেন। কিন্তু কয়েন মাটিতে পড়ে কোনও দিকে না উল্টে সোজা দাঁড়িয়ে যায়। ফের কয়েন তুলে টস করা হয়। তবে তার আগে, এই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে দুই দলের ক্যাপ্টেন, আম্পায়াররা সোজা দাঁড়িয়ে থাকা এই কয়েনের সঙ্গে ছবি তোলেন।

আইসিসি-র অফিসিয়াল হ্যান্ডল থেকে সেই ছবি রিটুইটও করা হয়েছে। সেখানে লেখা হয়, আগে কখনও এই রকম কিছু দেখেছেন?

Advertisement

ওই ম্যাচে, হংকংকে ৬ উইকেটে হারিয়ে দেয় নেপাল। হংকং প্রথমে ব্যাট করে ৪৩ ওভার ১ বলে মাত্র ৯৫ রানে অল আউট হয়ে যায়। ম্যাচে ২০৩টি বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ৯৬ রান তুলে নেয় নেপাল।

আরও পডুন: সচিন-লারাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যুবরাজ সিংহ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন