দ্রুত শিক্ষা নিতে পারে বিরাট, মত গাওস্করের

‘‘ব্যাট হাতে বিরাটের ধারাবাহিকতা অভাবনীয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওর ব্যাটিং দেখতে দেখতে মনে হচ্ছিল যেন, কিছুতেই সেঞ্চুরি মিস করবে না।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০৪:২৫
Share:

প্রশংসা: কোহালির মানসিকতার কথা সানির গলায়। ফাইল চিত্র

বিরাট কোহালির ধারাবাহিকতায় মুগ্ধ সুনীল গাওস্কর। মিস্টার ইন্ডিয়ান ক্রিকেট যাঁকে বলা হতো, সেই সানি পর্যন্ত অভিভূত কোহালির রানের খিদে দেখে।

Advertisement

একটি চ্যানেলকে গাওস্কর বলেছেন, ‘‘ব্যাট হাতে বিরাটের ধারাবাহিকতা অভাবনীয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওর ব্যাটিং দেখতে দেখতে মনে হচ্ছিল যেন, কিছুতেই সেঞ্চুরি মিস করবে না।’’

ক্রিকেট জীবনে গাওস্করকেই বলা হতো ‘মিস্টার কনসিস্টেন্ট’। তাঁর ধারাবাহিকতার কথা ঘুরত সারা বিশ্বের ক্রিকেটারদের মুখে। সেই তিনিই বিরাটকে নিয়ে বলে ফেলছেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি না পাওয়ায় দ্রুত শিক্ষা নিয়েছে বিরাট। সেটাও দেখার মতো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থার্ডম্যানে বল ঠেলতে গিয়ে কয়েক বার আউট হয়েছে। পাঁচটা ম্যাচের দু’টোতে ওভাবে আউট হয়েছিল। সেটা যে ভুল হয়েছিল, বিরাট তা ধরতে পেরেই সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একবারও ওই শটটা খেলতে যায়নি ও।’’

Advertisement

আরও পড়ুন: হিটম্যানে মুগ্ধ কিংগ কোহালি

কানপুরে রবিবার ওয়ান ডে-তে তাঁর ৩২তম সেঞ্চুরি করেন কোহালি। সঙ্গে একাধিক কীর্তিও গড়েছেন। একদিনের ক্রিকেটে দ্রুততম ন’হাজার রান পূর্ণ করলেন। অধিনায়ক হিসেবে দ্রুততম পাঁচ হাজার রানও করেন। একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকর (৪৯) ছাড়া আর কেউ তাঁর সামনে নেই সেঞ্চুরির সংখ্যায়। ফের ক্রিকেট বিশ্ব আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে কোহালিকে নিয়ে। গাওস্করও মনে করছেন, ভারত অধিনায়কের এই সংযত মনোভাব একটা উদাহরণ। ‘‘বিরাটের সাফল্যের প্রধান কারণ হচ্ছে, ও ভুল থেকে শিক্ষা নেয়,’’ বলে দিচ্ছেন টেস্টে দশ হাজার রানের এভারেস্টে ওঠা প্রথম ব্যাটসম্যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন