ফোর্বসের তালিকায় মেসিকে টপকে গেলেন বিরাট কোহালি

সময়টা বেশ ভাল যাচ্ছে বিরাট কোহালির। ব্যাটে ধারাবাহিক সাফল্য, অধিনায়ক হিসাবে একের পর এক মাইলস্টোন পেরনোর পর এ বার মোস্ট ভ্যালুয়েবল ক্রীড়াবিদদের তালিকায় মেসিকে টপকে গেলেন বিরাট। প্রথম দশের সেই তালিকায় অবশ্য আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ নেই। এক নজরে দেখে নেওয়া যাক সেই ১০ ক্রীড়াবিদের তালিকায় কারা রয়েছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ১৫:৫২
Share:
০১ ১১

ব্র্যান্ড ভ্যালু হল এক জন অ্যাথলিটের মোট আয় থেকে সেই একই ক্ষেত্রে সর্বোচ্চ আয় করা ১০ ক্রীড়াবিদের গড় আয়ের বিয়োগফল।

০২ ১১

তালিকায় এক নম্বরে রয়েছেন রজার ফেডেরার। এক নম্বরের তকমা হারালেও ব্র্যান্ড ভ্যালুতে এক নম্বরেই ফেড এক্সপ্রেস।

Advertisement
০৩ ১১

লেব্রন জেমসকে এই প্রজন্মের অন্যতম সেরা বাস্কেট বল খেলোয়াড় বলা হয়। তালিকার দু’নম্বরে রয়েছেন তিনি।

০৪ ১১

ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানিয়ে ফুটবলে কেরিয়ার শুরু কথা ঘোষণা করেছেন বোল্ট। তালিকায় তিনি তিন নম্বরে।

০৫ ১১

তালিকার চার নম্বরে সি আর সেভেন।

০৬ ১১

এখনও পর্যন্ত ১১টা মেজর জিতেছেন ফিল মিকেলসন। তালিকায় তিনি ৫ নম্বরে।

০৭ ১১

যৌন কেচ্ছায় জর্জরিত উডস কামব্যাকের চেষ্টা চালাচ্ছেন বেশ কয়েক মরসুম থেকেই। বহু দিন কোনও মেজর না জিতলেও তাঁর ব্র্যান্ড ভ্যালু যে কমেনি, এই তালিকাই তার প্রমাণ।

০৮ ১১

সাড়ে ১৪ মিলিয়নের ব্র্যান্ড ভ্যালু নিয়ে সাত নম্বরে একমাত্র ক্রিকেটার হিসাবে রয়েছেন বিরাট কোহালি।

০৯ ১১

তালিকায় দ্বিতীয় গল্ফার হিসাবে আট নম্বরে রয়েছেন রোরি ম্যাকিলরয়।

১০ ১১

সাড়ে ১৩ মিলিয়নের ব্র্যান্ড ভ্যালু নিয়ে লিওনেল মেসি রয়েছেন ন’নম্বরে।

১১ ১১

দ্বিতীয় বাস্কেটবল খেলোয়ার হিসাবে ১০ নম্বরে রয়েছেন স্টিফ কারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement