বিরাট কোহলি পিছনে ফেলে দিলেন উসেইন বোল্ট, লিওনেল মেসিদের। বিপণন যোগ্যতার দিক থেকে। একটি ব্রিটিশ ক্রীড়া ম্যাগাজিনের যে তালিকায় ভারতের টেস্ট অধিনায়ক কোহলি আছেন ছ’নম্বরে। বিপণনের দিক থেকে বিশ্বে সবচেয়ে যোগ্যতমদের ৫০ জনের তালিকা প্রকাশ করেছে ম্যাগাজিনটি। এক নম্বরে ২১ বছরের কানাডিয়ান টেনিস তারকা ইউজিন বুশার্ড। দু’নম্বরে ব্রাজিলিয়ান তারকা নেইমার। রিয়াল মাদ্রিদ মহাতারকা রোনাল্ডো আর মেসির স্থান যথাক্রমে ১৪ ও ১৬।