‘সচিনের রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা আছে বিরাটের’

এবার বিরাট কোহালিকে নিয়ে মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তাঁর মতে, বিরাট কোহালির ক্ষমকা রয়েছে সচিনের রেকর্ড ভেঙে দেওয়ার। তাঁর মতে বিরাটের আত্মবিশ্বাসই তাঁকে সবার থেকে আলাদা করে দিচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ১৯:৫২
Share:

এবার বিরাট কোহালিকে নিয়ে মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তাঁর মতে, বিরাট কোহালির ক্ষমকা রয়েছে সচিনের রেকর্ড ভেঙে দেওয়ার। তাঁর মতে বিরাটের আত্মবিশ্বাসই তাঁকে সবার থেকে আলাদা করে দিচ্ছে। তিনি বিরাটের ব্যাটিংয়ে কোনও খুঁত খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, ‘‘বিরাটের মতো দেশের হয়ে এমন ধারাবাহিকভাবে ভাল খেলে যেতে দেখিনি কাউকে আগে। আন্তর্জাতিক স্তরেও ধরে রেখেছে সেই ধারবাহিকতা। যেভাবে ও ব্যাট করছে, তাতে ওর ক্ষমতা রয়েছে সচিনের রেকর্ড ভেঙে দেওয়ার।’’ রবিবার আইপিএল ফাইনাল দেখেছেন রাজকুমার শর্মা। ছাত্রের দলের হারে হতাশ হয়েছেন ঠিকই। কিন্তু ছাত্রের খেলায় বেজায় খুশি।

Advertisement

২০১৪ ইংল্যান্ড সফরের ব্যর্থতার পর থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন বিরাট তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। বিরাটের কোচ বলেন, ‘‘ওর আত্মবিশ্বাসই ওকে বাকিদের থেকে আলাদা করে দেয়। ও ওর যোগ্যতাকে কাজে লাগায়। যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে যে কোনও দলের বিরুদ্ধে নিজের সেরাটা দেয়। এটা ওর সাফল্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর ও সব সময় রানের জন্য মুখিয়ে থাকে।’’

ইংল্যান্ড সফরে বিরাটের ব্যর্থতা প্রসঙ্গে বলতে গিয়ে কোচ বলেন, ‘ওই সময় ওর খারাপ ফর্ম যাচ্ছিল। সকলেই এরকম সময়ের মধ্যে দিয়ে যায়। তার পর ও ফর্ম ফিরে পেতে প্রচুর খেটেছে। আর অস্ট্রেলিয়া সফর থেকেই তার ফল পেতে শুরু করে দিয়েছিল। তার পর টি২০ বিশ্বকাপ, আইপিএল-এর সাফল্য।’’ বিরাটের ছোটবেলার কোচের মতে, বিরাট নিজেকে খুব ভাল মতো তৈরি করেছে। নিজের উপর সব সময় নিয়ন্ত্রণ রেখে চলেছে। খাদ্য রসিক বিরাট এই মুহূর্তে শুধু সেদ্ধ আর ফল খেয়ে থাকেন। রাজকুমার বলেন, ‘‘বিরাটের আগ্রাসী মনোভাবই ওর শক্তি। কিন্তু অত্যধিক আগ্রাসনও ঠিক নয়। আগে ও কিছুটা অনভিজ্ঞ ছিল। কিন্তু এখন নিজেকে অনেকটাই বদলে ফেলেছে। যা করে ঠান্ডা মাথায়।।’’ নিয়মিত ছোটবেলার কোচের সঙ্গে যোগাযোগ রাখেন বিরাট। কোচ চান বিরাট যতদিন চাইবেন ততদিন সাফল্যের সঙ্গেই খেলবেন।

Advertisement

আরও খবর

আবার ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন