রোদে খেলা বন্ধ হতে দেখেননি কোহালিও

এমনিতে ৫০ ওভারে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ভারত। ‘সানস্ট্রাইক’-এর পরে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৯ ওভারে ১৫৬ রানের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ০৪:২৩
Share:

নজিরবিহীন: রোদের জন্য খেলা বন্ধ। কোহালিদের সানগ্লাস এগিয়ে দিচ্ছেন সাউদি। নেপিয়ারে। ছবি: গেটি ইমেজেস

ভারত-নিউজ়িল্যান্ড প্রথম ওয়ান ডে-তে বিকেলের পড়ন্ত রোদের জন্য আধা ঘণ্টা ম্যাচ বন্ধ রাখা হল। ব্যবহার করা হল ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিও। ক্রিকেটীয় ভাষায় যাকে বলে ‘সানস্ট্রাইক’।

Advertisement

এমনিতে ৫০ ওভারে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ভারত। ‘সানস্ট্রাইক’-এর পরে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৯ ওভারে ১৫৬ রানের। নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগে বহু বার ‘সানস্ট্রাইক’-এর জন্য খেলা বন্ধ হয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এটাই প্রথম বার।

এ ধরনের অভিজ্ঞতা আগে কখনও হয়নি ভারতীয় অধিনায়ক বিরাট কোহালির। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘‘২০১৪ সালের সফরে চোখে সূর্য পড়ায় একটি ম্যাচে আউট হয়ে গিয়েছিলাম আমি। তখনও এই নিয়ম চালু হয়নি। এ বার তা হতে দেখে ভাল লাগছে।’’

Advertisement

আম্পায়ার শন জর্জের সিদ্ধান্তেই ডিনার ব্রেকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় নেপিয়ারে। নিরাপদ ভাবে ম্যাচ পরিচালনা করার জন্যই এই সিদ্ধান্ত নেন উপস্থিত আম্পায়ার। জর্জ বললেন, ‘‘সূর্যাস্তের সময় ক্রিকেটারদের চোখের উপরে রোদ পড়তে শুরু করে। সে সময় ম্যাচ চালু রাখলে অঘটন ঘটতেই পারত।’’

রস টেলর বলেছেন, ‘‘এর আগেও এ ধরনের সমস্যা দেখা গিয়েছে। তাই সিরিজ শুরুর আগে আমরা ঠিক করেছিলাম, এ রকম হলে ম্যাচ বন্ধ রাখার জন্য যদি আবেদন করা যায়। কিন্তু এখানে আবেদন করতে হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন