India

WTC: বিলেত জয়ের প্রস্তুতিতে ঢাকে কাঠি, নিভৃতবাসে জিমে নেমে পড়লেন কোহলী, রহাণেরা

শুধু শারীরিক কসরত নয়, ভারতীয় দলের বোলারদের সুবিধার জন্য জিমে হাত ঘোরানোর জায়গাও রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ২২:০২
Share:

নিভৃতবাসের মধ্যেই জিমে শারীরিক কসরত করলেন বিরাট কোহলী। ছবি - টুইটার

১৯ মে থেকে নয়, বরং গত ২৫ মে মুম্বইয়ের টিম হোটেলে ঢুকেছিলেন বিরাট কোহলী, অজিঙ্ক রহাণে, রোহিত শর্মা ও মুখ্য প্রশিক্ষক রবি শাস্ত্রী। কয়েক দিনের নিভৃতবাস কাটিয়ে সোমবার থেকে শারীরিক কসরত শুরু করে দিলেন ভারতের অধিনায়ক। শুধু শারীরিক কসরত নয়, ভারতীয় দলের বোলারদের সুবিধার জন্য জিমে হাত ঘোরানোর জায়গাও রয়েছে। সেই ভিডিয়ো টুইটারে তুলে ধরেছে বিসিসিআই

Advertisement

টিম ইন্ডিয়ার অন্যতম সহাকারী প্রশিক্ষক সোহম দেশাই বলেন, “গত আইপিএল থেকে এখনও পর্যন্ত পরপর ক্রিকেট খেলে ক্রিকেটাররা ক্লান্ত ছিল। তবে গত কয়েক দিনের ছুটি ও এই নিভৃতবাসকে সবাই খুব ভাল ভাবে কাজে লাগিয়েছে। এরপর নিভৃতবাসের সপ্তম থেকে নবম দিন পর্যন্ত সব ক্রিকেটার নিজের ঘরেই শারীরিক কসরত করেছে। কার কোথায় দুর্বলতা রয়েছে সেগুলো নিয়ে নেট মাধ্যমে বিস্তারিত আলোচনা হয়েছে। গত দু’ দিন ধরে জিমে সবাই একজোট হয়ে কসরত করছে। হোটেলে বন্দি থাকলেও এখানে বোলারদের হাত ঘোরানর সুযোগ রয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে আগামী মাসে বিলেতে জোড়া সফরের জন্য বিসিসিআই কোনও খামতি রাখতে চায় না। আমরাও বিলেত উড়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।”

শুধু নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল জিতলেই চলবে না। এরপর আবার জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের লম্বা সিরিজ রয়েছে। তাই কোনও খামতি রাখতে রাজি নন রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পূজারা, ময়াঙ্ক আগরওয়ালরা।

Advertisement

আগামী ২ জুন ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। সেখানে ১০ দিন নিভৃতবাসে থাকলেও মাঠে গিয়ে অনুশীলন করার সুযোগ পাবেন ঋষভ পন্থ, যশপ্রীত বুমরারা। এরপর ১৮ জুন থেকে কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে নামবে বিরাট বাহিনী। তারপর ৪ অগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement