anushka sharma

কথা রাখলেন বিরুষ্কা, কোভিড-ত্রাণে দিলেন ২ কোটি টাকা, সাহায্য চাইলেন অনুরাগীদেরও

শুক্রবার কোভিড আর্তদের জন্যে সাহায্যের কথা ঘোষণা করলেন বিরাট কোহলী এবং অনুষ্কা শর্মা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১২:৪৩
Share:

অনুষ্কা এবং বিরাট। ছবি টুইটার

আগেই বলেছিলেন। শুক্রবার সরাসরি কোভিড আর্তদের জন্যে সাহায্যের কথা ঘোষণা করলেন বিরাট কোহলী এবং অনুষ্কা শর্মা। নিজেরা ২ কোটি টাকা দিলেনই, পাশাপাশি সাধারণ মানুষের থেকেও সাহায্য চাইলেন। মোট ৭ কোটি টাকা সাহায্যের লক্ষ্য নিয়েছেন ‘বিরুষ্কা’।

Advertisement

শুক্রবার টুইটারে বিরাট এবং অনুষ্কার দু’জনেই একই ভিডিয়ো পোস্ট করেছেন। তবে বার্তা আলাদা। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন তাঁরা। কোহলী লিখেছেন, ‘আপনারা সবাই এগিয়ে এসে সাহায্য করলে আমরা কৃতজ্ঞ থাকব। চলুন একসঙ্গে এই লড়াই করি। আশেপাশে যাদের দরকার, তাদের সাহায্যের জন্যে এগিয়ে আসুন’।

অনুষ্কার বার্তা, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের গোটা দেশ লড়াই করছে, স্বাস্থ্যকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি, মানুষের কষ্ট দেখে আমাদের মন ক্রমশ ভেঙে যাচ্ছে। তাই কোভিড-১৯-এর জন্য অর্থ সাহায্যে বিরাট এবং আমি একটা নতুন উদ্যোগ শুরু করছি’।

Advertisement

ভিডিয়োতে কোহলী বলেছেন, “আমরা ইতিহাসের অন্যতম চরম কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আমাদের প্রত্যেককে এক থাকতে হবে এবং যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement