Virat Kohli

টি-টোয়েন্টিতে মোট রানে রোহিত, গাপ্টিলের পরেই এখন বিরাট

বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৭২ রানে অপরাজিত থাকেন কোহালি। সেই ইনিংসের সুবাদে এই ফরম্যাটে ২২৬৩ রানে পৌঁছন তিনি। স্পর্শ করেন পাকিস্তানের শোয়েব মালিককে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ১৩:০৬
Share:

আক্রমণাত্মক বিরাট কোহালি। ছবি:পিটিআই।

ক্রিস গেলের মতো পাওয়ার-হিটার নন। গ্লেন ম্যাক্সওয়েলের মতো সুইচ হিটও মারেন না। তবু টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানে তিনে উঠে এলেন বিরাট কোহালি। ধ্রুপদী ঘরানার ব্যাটিংয়ে আস্থা রেখেই।

Advertisement

বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৭২ রানে অপরাজিত থাকেন কোহালি। সেই ইনিংসের সুবাদে এই ফরম্যাটে ২২৬৩ রানে পৌঁছন তিনি। স্পর্শ করেন পাকিস্তানের শোয়েব মালিককে। তবে অনেক বেশি ম্যাচ ও ইনিংস খেলেছেন সানিয়া মির্জার স্বামী। ১১১ ম্যাচে ১০৪ ইনিংসে ২২৬৩ রান করেছেন শোয়েব মালিক। কোহালি সেখানে ৬৭ ম্যাচে ৬২ ইনিংসে পৌঁছেছেন ২২৬৩ রানে।

কুড়ি ওভারের ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এখন রোহিত শর্মা। ৯৪ ম্যাচে ৮৬ ইনিংসে ২৩৩১ রান করেছেন মুম্বইকর। নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল ৭৬ ম্যাচে ৭৪ ইনিংসে করেছেন ২২৭২ রান। তিনি আছেন দুইয়ে। তবে এঁদের সবার থেকেই গড়ে অনেক এগিয়ে আছেন কোহালি। তাঁর গড় ৫০.২৮। রোহিত (৩২.৩৭), গাপ্টিল (৩৩.৯১), শোয়েবরা (৩০.৫৮) রয়েছেন অনেক পিছনে।

Advertisement

বিরাট কোহালিকে নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: ল্যাঙ্গারের মতে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটসম্যান কে জানেন?​

আরও পড়ুন: দলে একাধিক পরিবর্তন, দেখে নিন হায়দরাবাদ ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য একাদশ

গত কয়েক মরসুম ধরেই তিন ফরম্যাটে ধারাবাহিক থেকেছেন কোহালি। ২০১৮ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও হন। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও পান সেরার স্বীকৃতি। গত বছরে কোহালি অবশ্য টি-২০ ফরম্যাটে মাত্র ১০ ম্যাচ খেলেছিলেন। ৩০.৪১ গড়ে করেন ২১১ রান। সর্বাধিক স্কোর হল ৬১। তবে বুধবার কোহালির দুরন্ত ইনিংসও জেতাতে পারেনি ভারতকে। গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো সেঞ্চুরি ম্যাচ ও টি-২০ সিরিজ জেতায় অস্ট্রেলিয়াকে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন