Virat Kohli

ধোনি-গাওস্করকে ছাপিয়ে নয়া রেকর্ড কোহালির

নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহালি। ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের নজির গড়লেন বিরাট। ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনিকে।

Advertisement

সংবাদ সংস্থা

জোহানেসবার্গ শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ১৯:৫৪
Share:

বিরাট কোহালি। ছবি: এপি।

নয়া রেকর্ড গড়লেন বিরাট কোহালি। ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের নজির গড়লেন বিরাট। ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনিকে।

Advertisement

জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪১ রান করেন কোহালি। আর এরই সুবাদে টেস্ট ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হিসেবে ৩৫টি টেস্টে করলেন ৩৪৫৬ রান। অধিনায়কত্বের দায়িত্বে থাকাকালীন টেস্টে ধোনির রান ছিল ৩৪৫৪। তবে এই রান করতে ধোনির লেগেছিল ৬০টি টেস্ট। ধোনির থেকে ২৫টি টেস্ট কম খেলেই এই রেকর্ডের মালিক বিরাট।

ধোনির পাশাপাশি সুনীল গাওস্করকেও ছাপিয়ে গেলেন কোহালি। অধিনায়কত্বের দায়িত্বে থাকাকালীন ৪৭টি টেস্টে গাওস্কর করেছিলেন ৩৪৪৯ রান। এই তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে মহম্মদ আজহারউদ্দিন এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ৪৭টি টেস্টে অধিনায়ক থাকাকালীন আজহারউদ্দিন করেছিলেন ২৮৫৬ রান। ৪৯টি টেস্টে সৌরভ গঙ্গোপাধ্যায় করেছিলেন ২৫৬১ রান।

Advertisement

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন সচিন-বীরুরা

আরও পড়ুন: আইপিএল নিলামের আগে কোথায় কোন দল?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন