India vs New Zealand

উফ! কান ঘেঁষে জিতেই বিরাটের ভাংড়া

একটা সময় ভারতের জয় নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু, ম্যাচের শেষ লগ্নে জসপ্রীত বুমরার দুরন্ত স্পেলে  রুদ্ধশ্বাস জয় পায় ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ১৭:০৩
Share:

বিরাট কোহালি। ছবি: এএফপি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ জিতে ভাংড়ার তালে মেতে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। সঙ্গে গোটা ভারতীয় দল।

Advertisement

প্রথম ম্যাচে কিউয়িদের কাছে হারের পর, দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় ভারত। ফলে ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য সিরিজের শেষ ম্যাচে কানপুরের গ্রিনপার্কে জিততেই হত ভারতকে। কিন্তু ম্যাচের শুরু ভাল করলেও, কিউয়িদের ব্যাটিংয়ের সামনে কিছুটা পিছু হঠতে হয় ভারতকে। একটা সময় ভারতের জয় নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু, ম্যাচের শেষ লগ্নে জসপ্রীত বুমরার দুরন্ত স্পেলে রুদ্ধশ্বাস জয় পায় ভারত। এই ম্যাচ জিততে ভারতীয় দল যে কতটা মুখিয়ে ছিল, তার প্রমাণ মেলে ম্যাচের শেষে বাঁধভাঙা আনন্দে বিরাট অ্যান্ড কোং-এর মেতে ওঠায়।

আরও পড়ুন: সচিনকে ছাপিয়ে গেলেন বিরাট

Advertisement

আরও পড়ুন: বাদ সৌরভ, ভিত্তোরির বাছা বিশ্ব একাদশে ভারতের তিন জন

কিউয়িদের হারিয়ে ড্রেসিংরুমেই উৎসব করতে থাকে ভারতীয় দল। তারই মধ্যে গোটা দল মেতে ওঠে ভাংড়ার ছন্দে। ম্যাচ শেষে সেই ছবি নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেন বিরাট। লেখেন ‘দুর্দান্ত টিম ওয়ার্ক দারুণ জয়!’ ! 👌💪 ! 😎 রবিবার কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয়ের পাশাপাশি নিজেও বেশ কিছু রেকর্ড গড়েন বিরাট। এ দিন কেরিয়ারে ৩২ তম শতরানটি করেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। দ্রুততম ন’হাজার রানেরও রেকর্ড গড়েন তিনি।

রবিবার কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয়ের পাশাপাশি নিজেও বেশ কিছু রেকর্ড গড়েন বিরাট। এ দিন কেরিয়ারে ৩২ তম শতরানটি করেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। দ্রুততম ন’হাজার রানেরও রেকর্ড গড়েন তিনি।

কিউয়িদের হারিয়ে ড্রেসিংরুমেই উৎসব করতে থাকে ভারতীয় দল। তারই মধ্যে গোটা দল মেতে ওঠে ভাংড়ার ছন্দে। ম্যাচ শেষে সেই ছবি নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেন বিরাট। লেখেন ‘দুর্দান্ত টিম ওয়ার্ক দারুণ জয়!’ ! 👌💪 ! 😎

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন