Advertisement
০২ মে ২০২৪
Daniel Vettori

বাদ সৌরভ, ভিত্তোরির বাছা বিশ্ব একাদশে ভারতের তিন জন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, বিশ্বের অন্যতম সেরা বাঁ হাতি স্পিনার ড্যানিয়াল ভিত্তোরি। মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্নদের দাপটের মধ্যেও ক্রিকেটে নিজের জন্য আলাদা জায়গা করে নিয়েছিলেন এই কিউয়ি। ক্রিকেটকে বিদায় জানিয়ে নিজের স্বপ্নের একাদশ বাছলেন ভিত্তোরি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ১২:৫২
Share: Save:
০১ ১২
রিকি পন্টিং: বিশ্বকাপ জয়ী অজি অধিনায়কের ওডিআই ক্রিকেটে মোট রান ১৩৭০৪। নিজের বিশ্ব একাদশে পন্টিং-কে ওপেনার রেখেছেন ভিত্তোরি।

রিকি পন্টিং: বিশ্বকাপ জয়ী অজি অধিনায়কের ওডিআই ক্রিকেটে মোট রান ১৩৭০৪। নিজের বিশ্ব একাদশে পন্টিং-কে ওপেনার রেখেছেন ভিত্তোরি।

০২ ১২
রাহুল দ্রাবিড়: ৩৪৪ ওডিআই ম্যাচে দ্রাবিড়ের রান ১০৮৮৯। রাহুলকেও ওপেনার রেখেছেন তিনি।

রাহুল দ্রাবিড়: ৩৪৪ ওডিআই ম্যাচে দ্রাবিড়ের রান ১০৮৮৯। রাহুলকেও ওপেনার রেখেছেন তিনি।

০৩ ১২
বিরাট কোহালি(অধিনায়ক): বিরাটকেই নিজের পছন্দের দলের অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন ড্যানিয়েল।

বিরাট কোহালি(অধিনায়ক): বিরাটকেই নিজের পছন্দের দলের অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন ড্যানিয়েল।

০৪ ১২
এবি ডেভিলিয়ার্স: ২২৫টি এক দিনের আম্তর্জাতিক ম্যাচে এবির রান ৯৫১৫।

এবি ডেভিলিয়ার্স: ২২৫টি এক দিনের আম্তর্জাতিক ম্যাচে এবির রান ৯৫১৫।

০৫ ১২
সচিন তেন্ডুলকর: ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরকেও নিজের দলে পাঁচ নম্বর ব্যাটিং অর্ডারে রেখেছেন ভিত্তোরি।

সচিন তেন্ডুলকর: ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরকেও নিজের দলে পাঁচ নম্বর ব্যাটিং অর্ডারে রেখেছেন ভিত্তোরি।

০৬ ১২
কুমার সঙ্গাকারা: ভিত্তরির স্বপ্নের দলে জায়গা পেয়েছেন সঙ্গাকারাও। ৪০৪টি ওডিআই ম্যাচে সঙ্গাকারার রান ১৪২৩৪।

কুমার সঙ্গাকারা: ভিত্তরির স্বপ্নের দলে জায়গা পেয়েছেন সঙ্গাকারাও। ৪০৪টি ওডিআই ম্যাচে সঙ্গাকারার রান ১৪২৩৪।

০৭ ১২
অ্যাডাম গিলক্রিস্ট(উইকেটরক্ষক): দলে সঙ্গাকারাকে রাখলেও, উইকেটরক্ষক হিসেবে ড্যানিয়ালে ভরসা গিলক্রিস্টের উপরই।

অ্যাডাম গিলক্রিস্ট(উইকেটরক্ষক): দলে সঙ্গাকারাকে রাখলেও, উইকেটরক্ষক হিসেবে ড্যানিয়ালে ভরসা গিলক্রিস্টের উপরই।

০৮ ১২
শেন ওয়ার্ন: ওয়ান ডে ক্রিকেটে এই অজি কিংবদন্তির উইকেট ২৯৩টি।

শেন ওয়ার্ন: ওয়ান ডে ক্রিকেটে এই অজি কিংবদন্তির উইকেট ২৯৩টি।

০৯ ১২
মুথাইয়া মুরলীধরন: ৩৫০টি ওডিআই ম্যাচে মুরলীর উইকেট ৫৩৪। ফলে ভিত্তোরির দলে মুরলীর জায়গা হওয়াটাই স্বাভাবিক।

মুথাইয়া মুরলীধরন: ৩৫০টি ওডিআই ম্যাচে মুরলীর উইকেট ৫৩৪। ফলে ভিত্তোরির দলে মুরলীর জায়গা হওয়াটাই স্বাভাবিক।

১০ ১২
গ্লেন ম্যাকগ্রা: ২৫০টি ওডিআই ম্যাচে ম্যাকগ্রার উইকেট ৩৮১।

গ্লেন ম্যাকগ্রা: ২৫০টি ওডিআই ম্যাচে ম্যাকগ্রার উইকেট ৩৮১।

১১ ১২
রিচার্ড হ্যাডলি: ১১৫টি ওয়ান ডে ম্যাচে হ্যাডলির রান ১৭৫১ এবং উইকেট ১৫৮টি।

রিচার্ড হ্যাডলি: ১১৫টি ওয়ান ডে ম্যাচে হ্যাডলির রান ১৭৫১ এবং উইকেট ১৫৮টি।

১২ ১২
জাক কালিস: কালিসকে নিজের দলে ১২ নম্বরে রেখেছেন ভিত্তোরি।

জাক কালিস: কালিসকে নিজের দলে ১২ নম্বরে রেখেছেন ভিত্তোরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE