Virat Kohli

সেঞ্চুরি করে সৌরভের রেকর্ড স্পর্শ করলেন বিরাট

সেঞ্চুরি করে দলকে জেতানোয় ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট। এটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁর প্রথম সেঞ্চুরি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩০
Share:

ডারবানে সেঞ্চুরির পর বিরাট কোহালি। ছবি: এএফপি।

‘চেজমাস্টার’ হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়তা আদায় করে নিয়েছেন। কোহালির অনবদ্য ১১২ রানের ইনিংসের সৌজন্যে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। কোহালির পাশাপাশি ভারতের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অজিঙ্ক রাহানেও। কোহালির মতো সেঞ্চুরি না পেলেও ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি।

Advertisement

সেঞ্চুরি করে দলকে জেতানোয় ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট। এটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁর প্রথম সেঞ্চুরি।

আর এই সেঞ্চুরির সৌজন্যেই আরও একটি নজির গড়লেন বিরাট। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পাশাপাশি ভারত অধিনায়ক হিসেবে স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১১টি সেঞ্চুরির রেকর্ড। ওডিআই ক্রিকেটে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির করার রেকর্ড ছিল সৌরভের ঝুলিতে। সেই রেকর্ডই এ দিন স্পর্শ করলেন বিরাট। তবে এই রেকর্ড স্পর্শ করতে সৌরভের থেকে অনেক কম ইনিংস লাগল বর্তমান ভারত অধিনায়কের। ১৪২টি ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন সৌরভ। সেই রেকর্ড স্পর্শ করতে কোহালির লাগল মাত্র ৪১টি ইনিংস।

Advertisement

আরও পড়ুন: ফের সেই ‘চেজমাস্টার’ বিরাট, সঙ্গত অজিঙ্কের

আরও পড়ুন: টেবল টেনিস ক্লাস ছেড়ে ক্রিকেটে এসে নায়ক ঈশান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement