যুযুধান দুই শিবির থেকে

অস্ট্রেলিয়াকে হারানোর এটাই কিন্তু সেরা সময়

বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার ৪৮ ঘন্টা আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বিরাট কোহলির হুঙ্কারবিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার ৪৮ ঘন্টা আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বিরাট কোহলির হুঙ্কার

Advertisement
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৫ ০৪:১৮
Share:

অস্ট্রেলিয়াকে হারানোর এর চেয়ে ভাল সময় আর হতে পারে না। এ বার অস্ট্রেলিয়ায় এসে আমরা যা খেলেছি, তার প্রতি সুবিচার করার এটাই সেরা সুযোগ। অস্ট্রেলিয়া সফরে আমরা কিন্তু আমাদের পারফরম্যান্স অনুযায়ী ফল পাইনি।

Advertisement

বিশ্বকাপের আগে ভাবার সময় ছিল না যে, চলো ঠিক আছে বিশ্বকাপ যত এগোবে, তত নিজেদের আরও শুধরে নেওয়া যাবে। আমরা জানতাম সে সুযোগ আমাদের কাছে থাকবে না। তাই যা যা ভুল শোধরাতে হবে, তা এক এক করে লিখে নিয়ে আমরা শুরু থেকেই কাজে নেমে পড়ি।

বোলাররা এই বিশ্বকাপে যে ভাবে চ্যালেঞ্জে সাড়া দিয়েছে, তা এক কথায় দুর্দান্ত। ওদের আত্মবিশ্বাস আর আগ্রাসনটা দেখার মতো।

Advertisement

আমাদের এই উন্নত বোলিংয়ের জন্যই দলের চেহারাটা পুরো পাল্টে গিয়েছে। সাত ম্যাচে ৭০ উইকেট নিয়েছে ওরা। এ বার আশা করব, একটা খুব ভাল দলকে হারাতে গেলে যে পারফরম্যান্সটা করা দরকার, সেটা ওরা করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন