ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পার্কিংয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণ। দেখেন, পার্কিংয়ে দাঁড় করানো একটি গাড়ির এক দিকে ধাক্কা লেগেছে। সেই গাড়ির বনেটের উপর আবার একটি চিঠি রাখা! কৌতূহলবশত সেই চিঠিটি নিয়ে পড়তে শুরু করেন তরুণ। গাড়িটি যিনি ধাক্কা দিয়েছেন, চিঠিটি তাঁরই লেখা। চালক সেই চিঠিতে যে প্রস্তাব দিয়েছেন, তা পড়ে অবাক হয়ে গেলেন তরুণ। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়ো পোস্ট করে সেই কথাই জানিয়েছেন তিনি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দেবাঙ্গ_শেঠি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ তাঁর হাতে একটি চিঠি নিয়ে তা পড়ে শোনাচ্ছেন। ভারতীয় হলেও সেই তরুণ থাকেন অস্ট্রেলিয়ায়। পার্কিংয়ে হাঁটাহাঁটির সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দিকে নজর পড়ে তরুণের।
গাড়ির বনেটের উপর একটি চিঠি রাখা ছিল। কৌতূহলবশত সেই চিঠি নিয়ে পড়তে শুরু করেন তরুণ। চিঠিতে লেখা, ‘‘আমি আপনার গাড়ির বাঁ দিকে ভুল করে ধাক্কা দিয়েছি। আমার নাম, ফোন নম্বর সব লেখা থাকল এই চিঠিতে। আপনি দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ দাবি করবেন।’’
পার্কিং থেকে গাড়ি বার করার সময় ভুলবশত একটি গাড়িতে ধাক্কা দেন চালক। ধাক্কা মেরেই গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। তখন অন্য গাড়িটির চালককে দেখতে পাননি তিনি। তাই চিঠি লিখে তাঁর কাছে নিজের দোষ স্বীকার করেন। এমনকি, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর-সহ বিমা সংক্রান্ত যাবতীয় তথ্য সেই চিঠিতে লিখে যান চালক।
তরুণ সেই চিঠি পড়ে অবাক হয়ে যান। ভিডিয়োয় পুরো ঘটনাটি রেকর্ড করে তিনি বলেন, ‘‘একটা দেশের মানুষই সার্বিক ভাবে সেই দেশকে উন্নতির পথে নিয়ে যান। ভারতে এই ঘটনা ঘটলে গাড়ির চালক ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতেন। নিজে থেকে ক্ষতিপূরণ দিতে চাইতেন না।’’
ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তাতে ভালবাসা এঁকে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘গা়ড়ির চালক খুবই সৎ। নিজের দোষ স্বীকার করতে পিছপা হননি। এমনকি, নিজে থেকেই ক্ষতিপূরণ দিয়ে প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন। আশপাশে এমন মানুষ থাকলে সমাজ নিজে থেকেই সুস্থ হয়ে উঠবে।’’