সিরিজ জিতেই জিমে ব্যস্ত কোহালি

বিরাট কোহালি যেন থামতে জানেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে উঠেই ভারত অধিনায়ক চলে গেলেন সোজা জিমে। যেখানকার ভিডিয়ো শুক্রবার ইনস্টাগ্রামে পোস্টও করলেন কোহালি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০৪:৩৫
Share:

শারীরচর্চা: বাইশ গজে কাজ শেষ করেই ফিটনেস চর্চায় কোহালি।

বিরাট কোহালি যেন থামতে জানেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে উঠেই ভারত অধিনায়ক চলে গেলেন সোজা জিমে। যেখানকার ভিডিয়ো শুক্রবার ইনস্টাগ্রামে পোস্টও করলেন কোহালি।

Advertisement

বর্তমান ক্রিকেটে ফিটনেস এবং কোহালি প্রায় সমার্থক শব্দ হয়ে গিয়েছে। ফিটনেসকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন ভারত অধিনায়ক। এবং, ফিটনেস নিয়ে কোহালির প্রেমও কারও অজানা নয়। শুক্রবার সেটা আরও একবার বোঝা গেল। তিরুঅনন্তপুরম থেকে বাড়ি ফিরেই নিজের ওয়েট লিফ্টিংয়ের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে কোহালি লিখলেন, ‘‘আমার প্রিয় লিফ্টগুলো বারবার করতে ভাল লাগে। আরও শক্তিশালী, আরও ফিট হওয়ার সুযোগের অপেক্ষায় থাকি সব সময়।’’ওয়ান ডে সিরিজের পরে রবিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে খেলছেন না কোহালি। কোহালি ক্রিকেট থেকে বিশ্রাম নিলেও তাঁর জিম-সেশন যে কোনও ভাবেই বন্ধ হবে না, সে ইঙ্গিত শুক্রবারই পাওয়া গেল। সোশ্যাল মিডিয়ায় কোহালির এই ফিটনেস ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরে একের পর এক প্রতিক্রিয়া আসতে থাকে তাঁর ভক্তদের মধ্যে থেকে। কোহালির অবিশ্বাস্য ধারাবাহিকতার পিছনে যে তাঁর ফিটনেসও, সেটা অনেকেই বলেছেন। আর এই ধারাবাহিকতাই কোহালিকে সাহায্য করেছে একের পর এক রেকর্ড ভাঙতে। সুনীল গাওস্কর পর্যন্ত মন্তব্য করেছেন, কোহালি আরও দশ বছর খেলতে পারেন এবং বেশির ভাগ ব্যাটিং রেকর্ড ভেঙে দিতে পারেন। যা শোনার পরে শোয়েব আখতারের টুইট, ‘‘বিরাট যদি অত দিন পর্যন্ত ফিট থাকে, তা হলে কোনও সন্দেহ নেই ও সব রেকর্ড ভেঙে দেবে।’’

আরও একটি ভিডিয়ো এ দিন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে মানবিক কোহালিকে। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে ম্যাচের আগে ভারতীয় দল যখন হোটেল ছেড়ে বেরোচ্ছিল, তখন কোহালির সঙ্গে দেখা হয়ে যায় এক বিশেষ ভাবে সক্ষম ক্রিকেট ভক্তের। যার সঙ্গে ছবি তোলা ছাড়াও নিজের সই করা প্রতিকৃতিও উপহার দেন কোহালি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন