Cricket

হায়দরাবাদে কোন পাক লেজেন্ডকে স্পর্শ করতে পারেন বিরাট কোহালি?

এখনও পর্যন্ত টেস্টে ২৪ শতরান করেছেন কোহালি। ইনজামামের শতরানের সংখ্যা ২৫। তবে ইনজামামের চেয়ে অনেক কম টেস্টে ২৪ শতরানে পৌঁছে গিয়েছেন কোহালি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৪:১৭
Share:

এখনও পর্যন্ত টেস্টে ২৪ শতরান করেছেন বিরাট কোহালি। ছবি: এএফপি।

বিরাট কোহালির সামনে আরও এক রেকর্ডের হাতছানি। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে শতরান করলেই তিনি স্পর্শ করবেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হককে।

Advertisement

এখনও পর্যন্ত টেস্টে ২৪ শতরান করেছেন কোহালি। ইনজামামের শতরানের সংখ্যা ২৫। তবে ইনজামামের চেয়ে অনেক কম টেস্টে ২৪ শতরানে পৌঁছে গিয়েছেন কোহালি। ১২০ টেস্টে ৪৯.৬০ গড়ে ৮৮৩০ রান করেছেন ইনজি। আর কোহালি এখনও পর্যন্ত খেলেছেন ৭২ টেস্ট। ৫৪.৬৬ গড়ে করেছেন ৬২৮৬ রান।

টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি শতরানকারীদের তালিকায় ২১ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। এই তালিকার শীর্ষে সচিন তেন্ডুলকর (৫১ শতরান)। ২০০ টেস্টে ৫৩.৭৮ গড়ে ১৫৯২১ রান করেছেন মুম্বইকর। ২৯ বছর বয়সী কোহালি রাজকোটে সিরিজের প্রথম টেস্টেও করেছিলেন শতরান। তার আগে , ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে করেছিলেন দুই শতরান। ক্রিকেটমহলে অনেকেই মনে করছেন, এই ছন্দে থাকতে পারলে অনেক রেকর্ডই ভেঙে যাবে কোহালির ব্যাটে।

Advertisement

আরও পড়ুন: আগামী আইপিএলে এই ক্রিকেটারদের খেলা উচিত? আপনি কী বলেন?​

আরও পড়ুন: ইডেনে চলছে প্রস্তুতি, অনিশ্চিত মুম্বইয়ের ম্যাচ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন