বর্ষসেরা বিরাট

নতুন শৃঙ্গে দুই ম্যাচ উইনার

ভারতীয় ক্রিকেটে ২০১৫ সালটার উপর নিজস্ব শিলমোহর লাগিয়ে দিলেন বিরাট কোহলি! টেস্ট অধিনায়কের দায়িত্ব দারুণ দক্ষতায় সামলানোর পাশাপাশি ভারতীয় বোর্ডের বিচারে বর্ষসেরাও তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ০৩:৫২
Share:

ভারতীয় ক্রিকেটে ২০১৫ সালটার উপর নিজস্ব শিলমোহর লাগিয়ে দিলেন বিরাট কোহলি!

Advertisement

টেস্ট অধিনায়কের দায়িত্ব দারুণ দক্ষতায় সামলানোর পাশাপাশি ভারতীয় বোর্ডের বিচারে বর্ষসেরাও তিনি। আগামী মঙ্গলবার বোর্ডের বার্ষিক পুরস্কার অনুষ্ঠান। সে দিনই সম্মানটা তুলে দেওয়া হবে বিরাটের হাতে।

অস্ট্রেলিয়া সফরের মাঝপথে মহেন্দ্র সিংহ ধোনির আচমকা অবসরে টেস্টে নেতৃত্বের বিরাট দায়িত্বটা এসে পড়েছিল বিরাটের কাঁধে। এবং নেতৃত্বের শুরুতেই ধুন্ধুমার ফেলেন পুরো বাইশ বছর পর শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতে। এর পর ঘরের মাঠে টেস্টে বিশ্বের এক নম্বর দক্ষিণ আফ্রিকা বধ। ন’বছর পর বিদেশের মাটিতে টেস্টে হারেন এবি ডে’ভিলিয়ার্সরা।

Advertisement

ব্যাট হাতে অবশ্য নিজের চেনা বিস্ফোরক ফর্মে ছিলেন না এ বছরটা। সমালোচনাও হজম করতে হয়েছে। তবু সাতাশের তরুণ পনেরো টেস্টে করেছেন ৬৪০ রান, গড় ৪২.৬৭। টি-টোয়েন্টিতে কুড়ি ম্যাচ খেলে গড় ৩৬.৬৫। সব মিলিয়ে বছরের শেষে তিনিই ভারতীয় ক্রিকেটের সেরা।

এ দিকে, মেয়েদের বিভাগে বর্ষসেরার সম্মান উঠবে মহিলা দলের অধিনায়ক মিতালি রাজের হাতে। যিনি ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় মেয়ে হিসাবে এক দিনের ক্রিকেটে পাঁচ হাজার রানের ক্লাবে ঢুকেছেন এ বছর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement