ইস্টবেঙ্গলে এ বার হাজির কোহালি

ইস্টবেঙ্গলের সঙ্গে এ বার যুক্ত হতে চলেছে বিরাট কোহালির নাম। তবে সরাসরি নয় অন্যভাবে। লাল-হলুদের কো-স্পনসর হিসাবে নতুন যে স্টিল কোম্পানি যুক্ত হল তাঁর শুভেচ্ছা দূত হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

Advertisement
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২০
Share:

ইস্টবেঙ্গলের সঙ্গে এ বার যুক্ত হতে চলেছে বিরাট কোহালির নাম। তবে সরাসরি নয় অন্যভাবে।

Advertisement

লাল-হলুদের কো-স্পনসর হিসাবে নতুন যে স্টিল কোম্পানি যুক্ত হল তাঁর শুভেচ্ছা দূত হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে কো স্পনসরদের নাম ঘোষণা করলেন লাল-হলুদ কর্তারা। যেখানে উপস্থিত ছিলেন টিমের তিন ফুটবলার— অর্ণব মণ্ডল, রবার্ট এবং লালরিন্দিকা।

মোহনবাগান এখনও কোনও স্পনসর জোগাড় করতে পারেনি। সে দিক থেকে দেখতে গেলে মূল স্পনসরের সঙ্গে ইস্টবেঙ্গলের নতুন এই প্রাপ্তির জন্য কর্তারা কৃতিত্ব দাবি করতেই পারেন।

Advertisement

এ দিকে লাল-হলুদ কোচ ট্রেভর জেমস মর্গ্যান ডার্বিকে প্রকাশ্যে আলাদা করে গুরুত্ব দিতে চাইছেন না। পাঁচটা আই লিগের ম্যাচের মতোই তিনি মোহনবাগান ম্যাচকে একই জায়গায় রাখার কথা বলছেন টিমকে চাপমুক্ত রাখতে। অথচ মজার ব্যাপার হল সেই ডার্বির আগেই কন্ডিশনিং ট্রেনার হিসেবে বরুণ ঘোষ নামের একজনকে হঠাৎ-ই টিমের সঙ্গে যুক্ত করা হল। মঙ্গলবার যিনি ইস্টবেঙ্গল প্র্যাকটিসে এসে ফুটবলারদের ক্লাসও নেন।

এ দিন প্লাজা-ওয়েডসন-রবিন সিংহ-রেহনেশরা অনুশীলনে এলেও মাঠে নামেননি। মর্গ্যান অবশ্য বলেন, ‘‘টানা ম্যাচ খেলে ওরা ক্লান্ত। তাই ওদের বিশ্রাম দিয়েছি।’’ এ দিকে হঠাৎ করেই লাল-হলুদের প্র্যাকটিসে এ দিন হাজির হন বিদায়ী স্ট্রাইকার আমিরভ। মেহতাব-অর্ণবদের সঙ্গে যাঁকে চুটিয়ে প্র্যাকটিস করতেও দেখা যায়। যা নিয়ে নানা জল্পনা শুরু হয়ে যায়। তবে প্র্যাকটিসের পর মর্গ্যান পরিষ্কার করে বলে দেন, ‘‘ও এখনও কলকাতাতেই রয়েছে। তিন চার দিন চুপচাপ বসেছিল। তাই আজ প্র্যাকটিসে চলে এসেছে।’’ আমিরভের জায়গায় নতুন যে বিদেশিকে নেওয়া হয়েছে সেই ক্রিস পেইন এখনও ভিসা পায়নি। তাঁর ডার্বিতে খেলার সম্ভবনা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন