চায়নাম্যান বোলারে মুগ্ধ বিরাট

কুলদীপকে কেন বুঝতে পারছেন না ব্যাটসম্যানরা? ভারতীয় সময় সোমবার ভোরে ত্রিনিদাদে দ্বিতীয় ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজকে ১০৫ রানে হারিয়ে ওঠার পরে সাংবাদিক বৈঠকে প্রশ্ন উড়ে আসে কোহালির দিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ০৪:৫৫
Share:

রবিবার রাতে ওয়ান ডে অভিষেকে তিন উইকেট নেন ‘চায়নাম্যান’ কুলদীপ যাদব।

ভারতের হয়ে দু’টো ম্যাচ তিনি খেলেছেন। টেস্ট অভিষেকে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। রবিবার রাতে ওয়ান ডে অভিষেকে তাঁর স্পিনের জালে আটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। তিন উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ‘চায়নাম্যান’ কুলদীপ যাদব আদায় করে নিলেন তাঁর অধিনায়ক বিরাট কোহালির প্রশংসাও।

Advertisement

কুলদীপকে কেন বুঝতে পারছেন না ব্যাটসম্যানরা? ভারতীয় সময় সোমবার ভোরে ত্রিনিদাদে দ্বিতীয় ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজকে ১০৫ রানে হারিয়ে ওঠার পরে সাংবাদিক বৈঠকে প্রশ্ন উড়ে আসে কোহালির দিকে। যার জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘‘ক্রস সিমে কুলদীপ দু’দিকেই বল ঘোরাতে পারে। এর ফলে ওর কোন বলটা কোন দিকে ঘুরবে, সেটা ব্যাটসম্যানদের পক্ষে বোঝা কঠিন হয়ে যাচ্ছে।’’

কোহালি এখানেই থেমে যাননি। কুলদীপের বোলিং নিয়ে আরও বলেন, ‘‘সাধারণত আমরা দেখি, বোলাররা যখন বলটা ভিতরে আনে, তখন সিমটা সোজা রেখে বলটা করে। আর গুগলি করার সময় ক্রস সিম ব্যবহার করে। কিন্তু কুলদীপ ক্রস সিমেই দু’ধরনের ডেলিভারি করতে পারে। তাই গ্রিপ দেখে ওর বল বোঝা কঠিন হয়ে যায়।’’

Advertisement

কুলদীপকে নিয়ে কোহালির আরও বক্তব্য, ‘‘কুলদীপকে আক্রমণ করাটাও কিন্তু সোজা নয়। ব্যাটসম্যানরা যখন ওকে মারতে যায়, ও বলটা স্লো করে ব্যাটসম্যানকে বোকা বানিয়ে দেয়। আমি আইপিএলে কুলদীপের বিরুদ্ধে খেলেছি। তখনই বুঝেছিলাম, ওকে মারাটা মোটেই সোজা নয়। বিশেষ করে পিচ যদি একটু শুকনো থাকে, তো কথাই নেই। যেমন এখানকার পিচটা ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন