স্পিনারদের প্রশংসায় মুখর বিরাট

কোহালি বলছেন, তিনি চান তাঁর টিম যেন সব সময় ইতিবাচক ক্রিকেট খেলে। ভারত অধিনায়ক বলছিলেন, ‘‘আমরা সব সময় চাই আমাদের ক্রিকেটারেরা যেন ইতিবাচক ক্রিকেট খেলে। সিরিজে আমরা এখন ২-০ এগিয়ে। এটা দারুণ ব্যাপার।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:০১
Share:

সাংবাদিক সম্মেলনে বিরাট কোহালি। ছবি: এএফপি।

বাইশ গজের চরিত্র যাই হোক না কেন, তাঁর দুই রিস্ট স্পিনার যে কোনও পিচে বল ঘোরাতে পারেন বলে মনে করেন বিরাট কোহালি। রবিবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জিতে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার পরে কোহালি বলেছেন, ‘‘সেঞ্চুরিয়নের পিচটা ডারবানের চেয়ে শক্ত ছিল। স্পিনাররা সেটা কাজে লাগিয়েছে। আমরা জানতাম, পিচে ঘাস থাকবে না। কারণ বল যদি সিম করে, তা হলে যে কেউ ম্যাচটা জিততে পারে। পিচ শক্ত এবং শুকনো ছিল। আসলে আমাদের এই দুই স্পিনার যে কোনও পিচেই বল ঘোরাতে পারে। ওরা কোনও সুযোগই দেয়নি দক্ষিণ আফ্রিকাকে।’’

Advertisement

টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার ব্যাপারে কোনও দ্বিধাই ছিল না কোহালির। ম্যাচের পরে তিনি বলেছেন, ‘‘আমাদের সামনে যদি কোনও নির্দিষ্ট লক্ষ্য থাকে, তা হলে আমরা জানি, কী করতে হবে। শুরুতে রোহিত এবং শিখর যে ভাবে খেলছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আগের ম্যাচেও রোহিত এবং শিখর খুব ভাল শুরু করেছিল।’’

কোহালি বলছেন, তিনি চান তাঁর টিম যেন সব সময় ইতিবাচক ক্রিকেট খেলে। ভারত অধিনায়ক বলছিলেন, ‘‘আমরা সব সময় চাই আমাদের ক্রিকেটারেরা যেন ইতিবাচক ক্রিকেট খেলে। সিরিজে আমরা এখন ২-০ এগিয়ে। এটা দারুণ ব্যাপার। আমরা জানতাম, দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার রীতিমতো অনভিজ্ঞ। আমরা সে সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলাম।’’

Advertisement

সে সুযোগ কাজে লাগিয়ে ছয় ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক আইডেন মার্করাম বলেছেন, ‘‘অবশ্যই আমরা ভাল খেলতে পারিনি। এই হারটা নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে। কোথায় ভুলগুলো করেছি দেখতে হবে। কয়েকটা খুব বাজে আউট হয়েছি। যার মধ্যে আমিও আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন