India-Australia T20 series

কাল বেঙ্গালুরুতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে নামছেন কোহালিরা

প্রথম টি-টোয়েন্টি হারের নেপথ্যে ব্যাটিংয়ের হতশ্রী দশায় ভুগতে হয়েছিল ভারতকে। বুধবার কি ব্যাটিং গভীরতা বাড়িয়ে নামবেন কোহালিরা? ক্রিকেটমহল কিন্তু সেটাই দেখতে চাইছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৯
Share:

বেঙ্গালুরুতে অনুশীলনের ফাঁকে বিরাটরা। মঙ্গলবার। ছবি বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংই ভুগিয়েছিল ভারতকে। বাইশ গজ সম্পর্কে সঠিক ধারণার অভাবও বাড়তি ঝুঁকি নেওয়ার পথে ঠেলে দিয়েছিল দলকে। বুধবার সিরিজের দ্বিতীয় তথা শেষ টে-টোয়েন্টিতে এই ভুলগুলো শুধরে নিতে মরিয়া টিম ইন্ডিয়া।

Advertisement

রবিবার প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে মাত্র ১২৬ তুলেছিল ভারত। যা মোটেই জেতার মতো স্কোর ছিল না। তা সত্ত্বেও বোলারদের মরিয়া চেষ্টায় ম্যাচে ফিরেছিল টিম ইন্ডিয়া। শেষ ওভারে জেতার জন্য পাকিস্তানের দরকারর ছিল ১৪ রান। তখন ভারতকেই দেখাচ্ছিল ফেভারিট। কিন্তু অস্ট্রেলিয়ার টেলএন্ডাররা ছিনিয়ে নেয় জয়।

বুধবার তাই সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে জিততেই হবে ভারতকে। এমনিতে বিরাট কোহালির দল এখন কয়েক মাস পরের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। অধিনায়ক অবশ্য জানিয়েই দিয়েছেন যে বিশ্বকাপের স্কোয়াড প্রায় ঠিকই হয়ে গিয়েছে। তৃতীয় ওপেনার, চতুর্থ পেসারের মতো কয়েকটা জায়গা নিয়ে সিদ্ধান্ত নেওয়া শুধু বাকি বলে মনে করছে ক্রিকেটমহল।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: জয় হিন্দ! জঙ্গি ঘাঁটি ধ্বংসের পর বায়ুসেনাকে অভিনন্দন সহবাগ-গম্ভীরের

আরও পড়ুন: অশ্বিনকে টপকাতে বুমরার চাই আর মাত্র দুই উইকেট​

যা আভাস, তাতে লোকেশ রাহুলঋষভ পন্থকে আরও একবার সুযোগ দেওয়া হতে পারে বুধবার। রাহুল অবশ্য শিখর ধওয়নের পরিবর্তে নেমে রবিবার রান করেছেন। ৩৬ বলে তাঁর ৫০ রানই দলের সর্বাধিক। তবে ঋষভ রান পাননি। চার নম্বরে নেমে রান আউট হয়েছিলেন তিনি। প্রথম টি-টোয়েন্টির পর অধিনায়ক কোহালি রাহুল-ঋষভকে আরও সুযোগ দেওয়ার কথা বলেওছিলেন। অলরাউন্ডার হিসেবে বিজয় শঙ্করকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বসানো হতে পারে দীনেশ কার্তিককে।

বোলিং বিভাগে প্রথম এগারোয় আসতে পারেন পেসার সিদ্ধার্থ কৌল। সেক্ষেত্রে, বাদ পড়তে পারেন উমেশ যাদব। আবার উমেশের পরিবর্তে দলে আনা হতে পারে অলরাউন্ডার বিজয় শঙ্করকেও। সেক্ষেত্রে গভীরতা বাড়বে মিডল অর্ডারে। কমবে ব্যাটিং অর্ডারের লেজও। যা ভুগিয়েছিল বিশাখাপত্তনমে। প্রথম নয় ওভারের পর এক উইকেটে ৬৯ ছিল ভারতের স্কোর। কিন্তু সেই মঞ্চকে কাজে লাগানো যায়নি। ভারতীয় টেলএন্ডারদের ব্যাটিংয়ের অক্ষমতা প্রকাশ্যে আসে ক্রমশ। প্রশ্ন ওঠে মহেন্দ্র সিংহ ধোনির মন্থর ব্যাটিং নিয়েও। বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন এমএসডি। এ বার দেশের মাটিতেও কি তা পারবেন, অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন