Sports News

সমর্থকদের উদ্দেশে কী বার্তা দিলেন বিরাট কোহালি

দারুণ মুডে রয়েছে বিরাট কোহালি। এক তো সব ফর্ম্যাটের ক্রিকেটের অধিনায়কত্ব এখন তাঁর হাতে। তার পর ওয়ান ডে দলের দায়িত্ব পেয়ে ইতিমধ্যই একম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিয়েছে ভারত।সমর্থকদের উদ্দেশে কী বার্তা দিলেন তিনি দেখে নিন ভিডিওয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ১৭:০৩
Share:

বিরাট কোহালি। ছবি: পিটিআই।

দারুণ মুডে রয়েছে বিরাট কোহালি। এক তো সব ফর্ম্যাটের ক্রিকেটের অধিনায়কত্ব এখন তাঁর হাতে। তার পর ওয়ান ডে দলের দায়িত্ব পেয়ে ইতিমধ্যই একম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিয়েছে ভারত। প্রথম ওয়ান ডে সিরিজে দায়িত্ব পেয়েই বাজিমাত কোহালির। যে সমর্থন সারা দেশ থেকে পেয়েছেন তিনি সেটাও অনস্বীকার্য। তাই তাঁদের ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি। এমনিতেই সব সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। যদিও শনিবার কলকাতার সমর্থকদের সামনে এলেন না তিনি। অনুশীলনেই নামলেন না। তাই হয়তো তাঁদের উদ্দেশে এই বার্তা দিয়ে রাখলেন। কলকাতায় যে আরও ভাল ইন্ডিয়া টিমকে দেখবে সমর্থকরা সেটাও বলে রাখলেন। বলেন, ‘‘আমি বলতে চাই, আমাদের ক্ষমতার মাত্র ৭৫ শতাংশই আমরা দিতে পেরেছি। আশা করছি কলকাতায় সেরাটা দেখাতে পারব।’’

Advertisement

আরও খবর: বিশ্রামে বিরাট-যুবরাজ, অনুশীলনে দেখা গেল অধিনায়ক ধোনিকে

কী বললেন বিরাট দেখে নিন এই ভিডিও 👍👍

Advertisement

কী বললেন বিরাট দেখে নিন এই ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement