Virat Kohli

বিয়ের পর রাহানের কাছে কী টিপস চাইলেন বিরাট?

বহু জল্পনার অবসান ঘটিয়ে ১১ ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিয়ে সেরেছেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। আর বিয়ের পরেই একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে থাকে বিরুষ্কার জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ১৮:০৭
Share:

দেশের জার্সিতে অজিঙ্ক রাহানের সঙ্গে বিরাট কোহালি। ছবি: পিটিআই।

ক্রিকেট মাঠে বহু বার ভারত অধিনায়ক বিরাট কোহালির থেকে টিপস নিতে দেখা গিয়েছে অজিঙ্ক রাহানেকে। রাহানের অফ ফর্মেও তাঁর পাশে দাঁড়িয়েছেন কোহালি। এ বার অজিঙ্ক রাহানের থেকে টিপস চেয়ে বসলেন বিরাট। তবে কোনও ক্রিকেটীয় কারণে নয়, বিরাট টিপস চাইলেন নতুন জীবন নিয়ে।

Advertisement

বহু জল্পনার অবসান ঘটিয়ে ১১ ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিয়ে সেরেছেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। আর বিয়ের পরেই একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে থাকে বিরুষ্কার জন্য।

বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়ে অজিঙ্ক রাহানে লিখেছিলেন, “অভিনন্দন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা!!! নতুন সফরের শুভেচ্ছা রইল তোমাদের দু’জনকে। ক্লাবে তোমায় স্বাগত অধিনায়ক।”

Advertisement

আরও পড়ুন: বাউন্ডারি লাইন থেকে জনসনের অবিশ্বাস্য থ্রো, ভিডিও ভাইরাল

আরও পড়ুন: আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকার এই দুর্বলতাগুলো কাজে লাগাতে পারে ভারত

এরই জবাবে স্মাইলি দিয়ে বিরাট লেখেন, “ধন্যবাদ জিনক্স। তোমার থেকে কিছু টিপস নেওয়ার জন্য অপেক্ষা করছি।”

২০১৪ সালে ছোটবেলার বন্ধু রাধিতা ধোপভকরকে বিয়ে করেন অজিঙ্ক রাহানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement